পাতা:ভারতী ১২৮৪.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

AASAASAASAASAASAASAASAASAASAAAS কবি-কাহিনী । - -- (ভারতী মা ১২৮৪ - مسجم متممrsr r-ro-------------- তাহারে হৃদয় যেন, নদীর তরঙ্গ সাথে I করিত গো মাতামাতি হেরি সে বিপ্লব, করিত সে ছুটাছুট, কিছুতে সে ডরিত না, এমন দুরত্ত মেয়ে দেখিনিত আর ! কবি যা কহিত কথা, শুনিত কেমন ধীরে কেমন মুখের পানে রহিত চাহিয়া । বন দেবতার মত, এমন সে এলোথেলো, কখনো দুরন্ত অতি ঝটিকা যেমন, কখনো এমন শাস্ত, প্রভাতের বায়ু যথা নীরবে শুনে গো যবে পার্থীর সঙ্গীত। কিন্তু কলপনা যদি কবির হৃদয় দেখ, 荔 দেখিবে এখনো তাহ পূর্ণ হয় নাই । এখনো কহিছে কবি, “আরো দাও ভাল বাসা, আরো ঢাল ভাল বালা হৃদয়ে আমার ।” প্রেমের অমৃত ধারা, এত যে করেছে পান তবু মিটিলন কেন প্রণয় পিপাসা ? প্রেমের জোছনা ধারা, যত ছিল ঢালি, বালা কবির সমুদ্র হৃদি পারেনি পূরিতে। স্বাধীন বিহঙ্গ সম কবিদের তরে দেবী পৃথিবীর কারাগার যোগ্য নহে কভু । অমন সমুদ্র সম, আছে যাহাদের মন তাহাঙ্গের তরে দেবী নহে এ পৃথিবী। তাদের উদার মন, আকাশে উড়িতে যায় i পিঞ্জরে ঠেকিয়া পক্ষ নিম্নে পড়ে পুনঃ, | নিরাশায় অবশেষে ভেঙ্গে চুরে যায় মন, জগৎ পুরা তার আকুলবিলাপে। কবির সমুদ্র বুক পুরাতে পরিবে কিলে প্রেম দিয়া ক্ষুদ্র ওই ৰনের বালিকা । কাতর ক্ৰন্দনে আহ৷ আজিও কুঁদিল কবি, 琴 । ७३९ ।। পৰ্ব্বতের বুকে যবে বেড়াত মাতিয়া, বালিকার কাছে গিয়া কান্তরে কহিল কবি 1_“এখনও পুরিল না প্রাণের পৃষ্ঠত --WikitanvirBot (আলাপ) “আরো দাও ভাল বাস। হৃদয়ে ঢালিয়া । আমি যত ভাল বাসি, তত দাও ভাল বাসা, নহিলে গো পূরিবেন প্রাণের শুষ্ঠত।” । শুনিয়া কবির কথা, কাতরে কহিল বালা । “যা ছিল আমার কবি দিয়েছি সকলি, এ হৃদয়, এ পরাণ, সকলি তোমার কবি, সকলি তোমারে প্রেমে দেছি বিসর্জন । তোমার ইচ্ছার সাথে, ইচ্ছা মিশায়েছি মোর | তোমার সুখের সাথে মিশায়েছি সুখ । সে কথা শুনিয় কবি, কহিল কাতর স্বরে “প্রাণের শূন্যতা তবু ঘুচিল না কেন ? ওই হৃদয়ের সাথে, মিশাতে চাই এ হৃদি দেহের আড়াল তবে রহিল গে। কেন ? সারাদিন সাধ যায়, শুনাই মনের কথা এত কথা তবে কেন পাই না খুজিয়া ? সারাদিন সাধ যায়, দেখি ও মুখের পালে দেখেও মিটে না কেন অাখির পিপাসা ? সাধ যায় এ জীবন, প্রাণ ভোরে ভাল বাসি বেসেও প্রাণের শূন্ত ঘুচিল না কেন ? অ:fম যস্ত ভালবাসি তত দাও ভালবাস। নহিলেগে পূরিবেন প্রাণের শূন্তত। একি দেবি ! একি তৃষ্ণ জ্বলিছে হৃদয়ে মোর, ধরার অমৃত যত করিয়াছি পান, প্রকৃতির আছে যত অতুল সৌন্দৰ্য্য রাশি, প্রণয়ের আছে যত স্বধা হতে স্বধ, কল্পনার আছে যত তরল স্বৰ্গীয় গীতি, সকলি হৃদয়ে মোক্স দিয়াছি ঢালিয়া ; শুধু দেবী পৃথিবীর হলাহল আছে যত । | তাহাই করিনি পান মিটাতে পিপাস ! শুধু দেবী ঐশ্বৰ্য্যের কনক শৃঙ্খল দিয়া । |