পাতা:ভারতী ১২৮৪.djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

." | ভারতী মা ১২৮৪) সম্পাদকের ६दर्शक । ৩২৫ . একবার মনে কোরো দীন অধীনীরে। এইরূপ কতদিন কাটালেম বনে বনে ভ্ৰমিতে ধরার মাঝে, কত ভাল বাস পাবে | কতদিন পরে তবে এলে তুমি কবি ! তাতে যদি ভাল থাক তাই হোক্ তবে, তখন তোমারে কবি, কি যে ভাল বাসিলাম তবু একবার যদি, মনে কর নলিনীরে এত ভাল কাহারেও বাসি নাই কড়। : যে কুথিনী, যে তোমারে এত ভাল বাসে । দূর স্বরগের এক, জ্যোতিৰ্ম্ময় দেব সম - কি করিলে মন তব, পটুতাম জুড়াইতে কত বীর মনে মনে করেছি প্রণাম । যদি জানিতাম কবি করিতাম তাহ ! আমি অতি অভাগিনী, জানিন বলিয়া যেন বিরক্ত হয়েনি। কবি এই ভিক্ষ দাও ! * না জানিয় না শুনিয়া, যদি দোষ করে থাকি ক্ষুদ্র আমি, ক্ষম তবে করিও আমারেতুমি ভাল থেকে কবি, ক্ষুদ্র এক কাটা যেন ফুটে না তোমার পায়ে ভ্ৰমিতে পৃথিবী । জনমি, কোথায় তুমি রেখে গেলে দুহিতারে? কত দিন এক এক কাটালাম হেথা. একেল তুলিয়া ফুল, কত মালা গাথিতাম একেল কাননময় করিতাম খেলা ! তোমার বীণাটি ল’য়ে, উঠিয়া পৰ্ব্বত শিরে একেল আপন মনে গাইতাম গান, হরিণ শিশুটি মোর বসিত পায়ের তলে, পাখীটি কাধের পরে শুনিত নীরবে। ജ്ഞ অনুবাদ । -- বিচ্ছেদ । ধ্বজা লয়ে গেলে যথা প্রতিকুল বাতে, - শরীর সে ধীরে ধীরে যাইতেছে আগে, পতাকা তাহার মুখ ফিরায় পশ্চাতে। অধীর হৃদয় কিন্তু চায় পিছু বাগে, esoøasetsosomosoma সম্পাদকের বৈঠক। দূর থেকে অ'থি ভরি দেখিতাম মুখ থানি, দূর থেকে শুনিতাম মধুময় গান । । যে দিন আপনি আসি, কহিলে আমার কাছে ক্ষুদ্র এই বালিকারে ভাল বাস তুমি, - সে দিন কি হর্ষে কবি, কি আনন্দে কি উচ্ছাস ক্ষুদ্র এ হৃদয় মোর ফেটে গেল যেন । আমি কোথাকার কেব ! আমি ক্ষুদ্র হোতে ক্ষুদ্র স্বর্গের দেবতা তুমি, ভাল বাস’ মোরে ? এত সৌভাগ্য কবি, কখনো করিনি আশা, কথনে মুহূৰ্ত্ত তরে জানিনি স্বপনে। যেথায় যাওনা কবি, যেথায় থাকনা তুমি আমরণ তোমারেই করিব অচ্চন। মনে রাখ নাই রাখ, তুমি যেন সুখে থাক দেবতা ! এ দুখিীর শুন গো প্রার্থনা ।

9- بمجیب بہ:مجدسی+k پسمج*r -o