পাতা:ভারতী ১২৮৪.djvu/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- সম্পাদকের বৈঠক । (ভারতী মা ১২৮৪ | ‘. . বিচ্ছেদ । প্রতিকুল বায়ুভরে, উৰ্ম্মিময় সিন্ধুপরে .." | তীখানি যেতৃেছিল ধীরি, কম্পমান কেতু তার, চেয়েছিল কতবার সে দ্বীপের পানে ফিরি ফিরি। যারে আহা ভালবাসি, তারে যবে ছেড়ে আসি যত যাই দূর দেশে চলি, সেইদিক পানে হয়, হৃদয় ফিরিয়া চায় যেখানে এসেছি তারে ফেলি । বিদেশেতে দেখি যদি, উপত্যক, দ্বীপ, মদী, অতিশয় মনোহর ঠাই, মুরভি কুসুমে যার, শোভিত সকল ধার শুধু হৃদয়ের ধন নাই, বড় সাধ হয় প্রাণে, থাকিতাম এই খানে, হেথা যদি কাটিত জীবন, রয়েছে যে দুরবাসে, সে যদি থাকিত পাশে কিযে মুখ হইত তখন। পূৰ্ব্বদিক সন্ধ্যাকালে, গ্রাসে অন্ধকার জালে ভীত পন্থি চায় ফিরে ফিরে, দেখিতে সে শেষজ্যোতি, মৃত্তর হোয়ে অতি এখনো যা জলিতেছে ধীরে. তেমনি সুখের কাল, গ্রাসে গো অর্ণধার-জাল } অদৃষ্টের সায়াহ্লে যখন, | ফিরে চাই বারে বারে, শেষবার দেখিবারে মুখের সে মুমূমুকিরণ ॥ Moore's Irish Melodies. বিদায় চুম্বন । । of Exists ouisinia | জনমের মত দেখা হবেনাক্সে-অর।

    • .

i 3. নঃশ্বাস জমিরি উপগ্রন্থ। । }* *

সেত তবু আছেভালো,একটু আশার আলে| জলিতেছে অদৃষ্টের আকাশে যাহার। কিন্তু মোর আশা নাই, যে দিকে ফিরিয়া চাই ঘুেই দিকে নিরাশার দারুণ অর্ণধার। ভাল যে বেসেছি তারে দোষ কি আমার ? : উপায় কি আছে বল উপায় কি তার ? দেখা মাত্র সেই ਬੀ ভাল বাস আসে মনে ভাল বাসিলেই ভুল নাহি যায় আর ! নাহি বাসিতাম যদি এ ত ভাল তারে অন্ধ হোয়ে প্রেমে তার মজিতাম নারে যদি নাহি দেখি তাম, বিচ্ছেদ না জানিতাম তাহোলে হৃদয় ভেঙ্গে যেতন আমার ! আমারে বিদায় দাও যাইগে সুন্দরী, যাই তবে হৃদয়ের প্রিয় অধীশ্বরী, থাক তুমি থাক মুখে, বিমল শাস্তির বুকে । মুখ, প্রেম, যশ, অশি থাকুকৃ তোমার একটি চুম্বন দাও প্রমদ আমার। Burns. কষ্টের জীবন । মাসুষ র্কাদিয়া হাসে, পুনুরার কাদেগো হাসিয়া । পাদপ শুকায়ে গেলে, তবু ও সে না হয় পতিত, তরণী ভঙ্গিয় গেলে তবু ধীরে যায়.সে ভাসিয়া, ছাদ যদি পোড়ে যায়, দাড়াইয়া রহে তবু ভিত । বন্দী চোলে যায় বটে, তবুওত রহে কারাগার, মেঘে ঢাকিলেও স্বৰ্য্য, , , , , , কোন মতে দিন অস্ত হয়, 3 يوني هي