পাতা:ভারতী ১২৮৪.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ভারতী ফ৷ ১২৮৪) ক্রত শিক্ষাপ্রণালীT --- V)8N} তথাপি মনুষ্য জাতির স্ত্রীপুরুষদিগের দৈহিক পরিণতি সম্বন্ধে যে প্রভেদ দেখিতে পাওয়া যায় তাহাতে উপরোক্ত নিয়মের | পরিচয় ও প্রমাণ অনেকাংশে প্রাপ্ত হওয়া যায়। স্ত্রীজাতির শারীরিক গঠনের পরি৭তি ও পূর্ণত পুরুষপেক্ষা শীঘ্র সম্পাদিত হইতে আরম্ভ হয়। এজন্য তাহাদের বৃদ্ধি অলপ কাল মধ্যে সমাপ্ত হইয়া যায় । বালক গণের শরীরের আয়তন অনেক কাল পর্য্যস্ত পরিবৰ্দ্ধিত হইতে থাকে কিন্তু তাহাদের অঙ্গ ও ইন্দ্রিয় সকল অনেক কাল পর্য্যন্ত অপূর্ণ ও অপরিপক থাকে। যে বয়সে একটি বালিকার শারীরিক বৃদ্ধি সম্পাদন ও ইন্দ্রিয় সকলের পরিণতি হয় এবং তাহার মনোরক্তি সকল তেজস্বী হইয়া উঠে, সে বয়সে বালকের শারীরিক কি মানসিক গঠনের નૃવંજ્ઞ সম্পাদিত হইতে অনেক বিলম্ব থাকে । ও পুটি সাধন ব্যাপারই বিশেষ রূপে হইতে থাকে। পরিবর্দ্ধন ও সংগঠন সম্বন্ধীয় উপরোক্ত নিয়ম শরীরের প্রত্যেক অঙ্গ, প্রত্যেক ইন্দ্ৰিয় সম্বন্ধেই লক্ষিত হয়। এবং ইহ। সমান্যত বলা যাইতে পারে যে, কোন একটি | অঙ্গ বা ইন্দ্রিয়ের গঠন-প্রক্রিয় অকালে বা অত্যধিক মাত্রায় চালিত হইলে তাহার পরিবর্দ্ধন ও পুষ্টি সাধনের ব্যাঘাত অবশ্যই হইবে। শরীরের প্রধান অঙ্গ এবং মানদিক ব্যাপারের প্রধান ইন্দ্রিয় যে মস্তিষ্ক তাহারও সম্বন্ধে এই নিয়ম বলবৎ জানিতে হইবে। বাল্য কালে মস্তিষ্কের আয়তন বড় থাকে কিন্তু তাহার अठेन निडाड जन স্কের দৌৰ্ব্বল্য হেতু মানুষ যেমন বুদ্ধি তৎকালে তাহার দেহের বৃদ্ধি ; বৃত্তির পরিচালনা করিতে এবং সামান্যত পূর্ণ ও অপরিপক থাকে। সেই অবস্থায় মানসিক চিন্তা ও মানসিক পরিশ্রম সহ- { কারে যদি মস্তিষ্কের অতিমাত্র উত্ত্বেজন৷ করা হয় তাহা হইলে তাহার স্বাভাবিক পুষ্টি-সাধন কাৰ্য্য রহিত হইয়া গঠনের পরিণতি হইতে আরম্ভ হয় । কিন্তু এই প্রণালীতে মস্তিষ্কের আয়তন ও শক্তির বৃদ্ধি এক কালে নিবারিত হইয়া যায় এবং পরিণামে তাহা দুৰ্ব্বল হইয় পড়ে। সুতরাং মস্তিস্কের এই প্রকার দৌৰ্ব্বলা-হেতু মানুষের বুদ্ধি-বৃত্তি সকল স্ফর্তি পাইতে পারে না । এতদ্বভিন্ন অলপ বয়সে অতিমাত্র মানসিক পরিশ্রম হেতু সাধারণ রূপে শরীরের পুষ্টিসাধনেরও ব্যাঘাত হয়, তাহাতে নান উৎকট রোগ জন্মে এবং মনুষ্যকে বলহীন ও উদ্যম শূন্য করিয়া ফেলে। মস্তি সকল মানসিক পরিশ্রমে অপারগ হয়, সেই মত তদ্বারা শরীরের অস্তিরিক প্রক্রিয়া সকলের ও অনেকাংশে বাঘাত জন্মে এবং তজ্জন্য পরিপাকক্রিয় রক্তসঞ্চালন । ইত্যাদি ব্যাপার সকল মন্দীভূত হইয়া আইসে। এই রূপে অলপ বয়সে অতিমাত্র মানসিক পরিশ্রম দ্বারা বিদ্যা.শিক্ষা করিয়া ; কোন কোন যুবক চিরকালের নিমিত্ত দুঃসহ। শিরঃপীড়ায় ভুগিতেছে, কাহার মস্তক བླླ་46.. রোগে আক্রাস্ত হইয়াছে, কাহারে বা জ্বৎ" কম্প অনিদ্রা ও অগ্নিমাল্য হইয়। অন্ন পরিপাক হওয়া সুকঠিন হইয়া উঠিয়াছে এবং - उब्जना डेलबामग्न अन श्रृंझ हेठानि कठिन |