পাতা:ভারতী ১২৮৪.djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী ফ৷ ১২৮৪) ভারতবর্ষীয় ইংরাজ। \°8念 ভারতবর্ষীয় ইংরাজ। ) পরিশিষ্ট ( -.ہبہ* --ం:ఫ*oe ইংরাজেরা যেমন পুলিষ কোটো তামোঙ্গের বীতি নীতি স্ব ভাব চরিত্র শিক্ষা করেন আমরাও তেমনি হয়ত লাল বাজারেব শেরকে ইংরাজ জাতির আদর্শরূপে গ্রহণ করি । আমি পূর্বেই বলিয়াছি বে, কৰ্ম্মক্ষেত্রে তাহদের সঙ্গে আমাদের যা কিছু আলাপ পরিচয়, কিন্তু তাহার আপনাদের মধ্যে কিরূপে জীবন যাপন করে, তাহদের গার্হস্থা প্রণালী সামাজিক রীতি নীতি কিরূপ, তাহা এদেশে আমরা নভেল গ্লড়িয়া যাহা কিছু জানিতে পারি, লৌকিক ব্যবহারে অল্পই দেখিতে পাই । ইংরাজেরাও আমাদের ভিতরকার ভাব অল্পই দেখিতে পান । র্তাহারা | তামোদিগকে যেরূপ ভাবে দেখেন তাহা আমরা মেকলে-কৃত ওয়ারেন ছেটিংস প্রস্তাবে বঙ্গবাসীদিগের চরিত্র পাঠে কতক অবগত হইতে পারি। দেশীয় সম্বন্ধে তাহদের মতামত বিবেচনা করিতে গেলে তাহtদিগকে সামান্যতঃ দুই দলে বিভক্ত করা যাইতে পারে । এক দলের মত দেশীয় দিগের প্রতি সদ্ব্যবহার, ভারতবর্ষের শুভ । উদ্দেশে ভারতবর্ষ শাসন, উপযুক্ত হইলে তাহাদিগকে উচ্চ পদ উচ্চ অধিকার প্রদান। ' মপয় দলের ভাব স্বার্থপরতী—“হিন্দুস্থান উহাদেরই ভোগের বৃত্ত, হিন্দুরা কখনই - تست تاتنتستان دشتستان است. " y স্বাধীনতার উপযুক্ত নহে, চিরকালই তাছাদের সঙ্গে বালকের ন্যায় ব্যবহার করিতে হইবে । ইংরাজদের সঙ্গে সমকক্ষ হইয়! চলিতে যাওয়া তাহদের স্পৰ্দ্ধা মাত্র। এদেশ ইংরাজের তরবারির বলে জয় করিয়াছে, তরবারির বলে তাহীদের রক্ষা করিতে হইবে। প্রীতি সৌহার্দ ভ্রাতৃভাব স্বাধীনতা এ সকল কেবল মুখে বলিবার জিনিস, কাজের নহে । কৃষ্ণবর্ণ জাতি কখন শ্বেতাঙ্গদের সমান অধিকার লাভের যোগ্য নহে । যদি হুইত । ত ইংরাজদের এদেশ অধিকারের ক্ষমতা থাকিত না । তাহাদিগকে সমান অধিকার দিলে ইংলণ্ডের মর্য্যাদার হানি হইবে । য{হার! আপনাদের শরীর পক্তন করিয়া ভারতবর্ষ জয় করিয়াছেন, তাহাদিগের নিজ সন্তান সন্ততিগণকে উপেক্ষা করিয়া দেশীয়দিগের মর্য্যাদা রক্ষা নিতান্ত অবিচারের কার্য্য। দেশীয়দিগকে অস্ত্রশিক্ষা দিয়া,দেশীয়দিগকে । স্বাধীনতা শিক্ষা দিয়া,আপনাদের পদচ্যুতির সোপান করিয়া দেওয়া নিতান্ত মুখতার। কাৰ্য্য। এরূপ নিঃস্বার্থ উপদেশ দেওয়া । ভণ্ডামি মাত্র।" স্কুঃখের সহিত স্বীকার । করিতে হইবে ভারতবর্ষীয় ইংরাজদের মধ্যে । এই শেষোক্ত দলের সংখ্যাই অধিক । ইংরাজি সংবাদ পত্র সকলকে যদি এই দুই দলের প্রতিনিধি বলিয়া গণ্য করা যায়,তাহ SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SMMMS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS