পাতা:ভারতী ১২৮৪.djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতবর্ষীয় ইংরাজ । (७ोङ्गी गा। ०२४8 হইলে এই দুই দলের আপেক্ষিক বল ও সংখ্যা সহজে অবধারিত হইতে পারে। আর কতকগুলি ইংরাজ আছে ( সংখ্যা তাহদের অল্পই ) এক কথায় যাহাদের I মত এই যে ভারতবর্ষ ইংলণ্ডের গলগ্ৰহ মাত্র, আর সে এমন গল গ্রহ যে তাহা হইতে নিস্কৃতিরও উপায় নাই। এই সম্বন্ধে ইংলণ্ডের এক মাসিক সমালোচনী পত্রি- vis (The Fortnightly Review Novem Crown) পালমেণ্টসভার সভ্য সুবিখ্যাত লো সাহেব স্বীয় অভিপ্রায় যাহা ব্যক্ত করিয়াছেন তাহার মৰ্ম্ম পাঠকদিগের গোচরার্থ | निरम्। উদ্ধৃত করা যাইতেছে। “প্রথমে যtহারা ভারতবর্ষে ব্ৰিটিষ রাজ্য সংস্থাপন করিতে প্রবৃত্ত হইয়াছিল তাহাদের স্বার্থ-সাধন ভিন্ন আর কোন উদ্দেশ্য ছিল না। ইংলণ্ডের গৌরব বৃদ্ধি অথবা # ভারতবর্ষবাসীদিগের কল্যাণসাধন-এরূপ কোন ভাব তাহদের মনে উদয় হয় নাই। এক দল ব্যবসায়ীর কৰ্ম্মকর্তী হইয় তাহা দের ভারতবর্ষে প্রবেশ—তাহারা বিলক্ষণ অবগত ছিল যে যাহা কিছু করিয়া লইতে হইবে সে কেবল তরবারির বলে। কত ; কত দেশ উচ্ছন্ন গেল—কত রাজ্য ও রাজা বিনষ্ট হইল—কত লুটপাট আরম্ভ হইল —ইংলণ্ডের সেনাগণ ক্রীত ডাকাতের কার্য্যে নিযুক্ত হইল-নিরপরাধী নিরীহ { স্ত্রীগণ লুষ্ঠিত হইল—দৈব মানব সকল প্রকার নিয়ম পদতলে দলিত হইল—এ | ber The foreign dominions of the আমাদের নিজেরও গোছান”। কিন্তু এ ভাব স্থায়ী হইতে পারে । { সকলি অর্থে পার্ক্সন উদ্দেশে ওয়ারেন | হেস্টিংসের বিরুদ্ধে যে সকল অভিযোগ উপস্থিত হইয়াছিল তাহার প্রত্যেক অভিযোগ সমর্থনে অকাট্য প্রমাণ বর্তমান । উপায় যেমনই নিষ্ঠুর ও কলঙ্কিত হউক না 1; কেন—জয়লাভ তেমনি সম্পূর্ণ হইয়াছিল। যদি ক্লাইব কিম্ব হেষ্টিংসকে জিজ্ঞাসা করা যাইত—তোমাদের ভারতবর্ষে হুলু স্থল বাধাইবার অভিসন্ধি কি ? তাহার অনায়াসে উত্তর দিতে পারিতেন—কোম্পানি বাহাদুরের আয় বৃদ্ধি। আর যদি অকপট ভাবে উত্তর করিতে ইচ্ছা করিতেন তবে ইহাও বলিতে পারিতেন—“আর যৎকিঞ্চিৎ কাজ নাই। তাহদের কার্য্য-প্রণালী সময়োচিত হয় নাই। যদিও হেষ্টিংস নির্দোষ সাব্যস্ত হইলেন, তাহীর বিচারে যে সকল ব্যাপার প্রকাশিত হইল তাহীতে অবশেষে টংলণ্ডের ধৰ্ম্ম-বুদ্ধি জাগ্রত হইল। ক্রমে এই সকল অন্যায় অত্যাচার সংশোধিত হইল— বল ও যথেচ্ছাচারিতার পরিবর্তে নায় ও সুবিচার সংস্থাপিত হইল। বিজয়ী কোম্পানিকে প্রথমে ব্ৰিটিষ রাজ্যের অধীনতা স্বীকার করিতে হইল ও পরে তাহার অস্তিত্ব পৰ্য্যস্ত বিনাশ প্রাপ্ত হইল। যদি রোমীয় দের রাজ্য হুইত ত তাহারা ভারতবর্ষ হইতে বার্ষিক ২০ কোটি টাকা আদায় করিয়া লইতেন-ব্ৰিটিষ রাজ্য নিজের জন্য এক পয়সাও গ্রহণ করেন না। প্রত্যুত ইংলণ্ডের নাবিকগণ ভারতবর্ষ রক্ষার झना বন বেতনে যে কৰ্ম্ম করে তাহ ধরিতে


======== *aa*=xxmaaa=aaaaa=*