পাতা:ভারতী ১২৮৪.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভার শ্রা ১২৮৪ } अक्लिकT যে, তিনি ঐ উপাধি-গুলি সাথ করি লেন, তাহ দেব ন জামস্তি কুতো । মনুষ্যাঃ । একজন চিকিৎসার্থী ব্যক্তি দুর্ভাগ্য ক্রমে তাহাকে কবিরাজ মহাশয় বলিয়া সম্বোধন করিয়াছিল—এই তাহার ক্রোধ দেখে কে । তিনি ক্রোধে কম্পমান হইয়া বলিলেন “কি-ই-ই! আমাকে কবিরাজ বল। তুমি জান না যে, আমাতে ডাক্তারের ড হাকিমের হ চিকিৎসকের চ এবং কবিরাজের ক, একাধারে বিদ্যমান ! আমাকে ড-হ-চ-ক-রাজ না বলিয়া ফের যদি কবিরাজ বলিবে বা কাহাকেও বলিতে দিবে, তবে I তোমার আমি মুখ দর্শন করিব না ।” আত্মারাম সরকার। ইনি এমনি একজন তুখোড় লোক যে, ইহঁর হাড়ে ভেলকি হয়। আপনার যাহাতে আরাম হয়, ইনি কেবল তাহারি দাও অন্বেষণ করিয়া ফিরেন। ইহার একটু সময়ও ব্যর্থে যায় না । সকলের চক্ষে ধূলা দিয়া কিরূপে আপনার অভীষ্ট সাধন করিবেন, এই চেষ্টাতেই ইনি দিন যাপন করিয়া থাকেন। দুঃখের বিষয় এই যে লোকে অল্পবুদ্ধি হেতু যত না প্যাচে পড়ে, ইনি অতিবুদ্ধি হেতু তাহ অপেক্ষ শত গুণ অধিক প্রবঞ্চিত, প্রতারিত, অপদস্থ, অপমানিত হ’ন ; অথচ গঞ্জিকার এমনি মোহিনী শক্তি যে, লোককে ঠকাইতে হুইবে এ গে। কোন ক্রমেই झाप्ड़न न । রসিকনাগর চূড়ামণি ইনি বিলাসীর মধ্যে অগ্রগণ্য কাপড়, আতর, অঙ্গরীয়ক, ঘড়ির চেন, পান তামাক, খাদ্যপানীয়, মছলন্দ, গদি, তাকিয়া, বয়স্য, । মৃত্য গীত বাদ্য, রসালাপ, বেশ-বিন্যাস, , এ সকলের মর্যাদা, মৰ্ম্মরস, নিগূঢ় তত্ত্ব t ইনি এত জানেন যে ইহার একটি জুড়ি মিলা ভার। ইনি যে গঞ্জিকা ব্যবহার | করেন তাহার ধূম-সৌরভেই দিকবিদিক ৷ আমোদিত হইতে থাকে । ইঙ্গাচরণ বঙ্গোপাধ্যায়; ইনি ইয়ং- | বেঙ্গলের অবতার। কখন কখন লোকে { ইহাকে সাহেবাস্ত করিয়া থাকে—যথবং | সাহেব; ঐরূপ সাহেবাস্ত শুনিলে ইনি এমনি ভাবে-গদগদ হ’ন যে, এক মুহুর্তের মধ্যেই বুদ অবস্থাপন্ন হইয়া ধরাকে সরা | জ্ঞান করিতে থাকেন । সেকালচরণ বাচস্পতি, ইহঁর মুখে | সে কালের প্রশংসা ভিন্ন আর কোন কথা | নাই—ইনি আকৃড়ার সভা-পণ্ডিত । ইনি প্রবীণ ভাবে চলেন, প্রবীণ ভাবে কথা কহেন, প্রবীণ ভাবে ব্যবস্থা দেন, প্রবীণ ভাবে নস্য সেবন করেন, ইনি যাহা বলেন তাহা সকল সিদ্ধাস্তের সার সিদ্ধাস্ত ; যাহারা র্তাহার কথায় প্রতিবাদ করে তাহার অতি অৰ্ব্বাচন, আপগণ্ড বালক, তাহারদের কথা ধর্তব্যের মধ্যেই নহে। কিন্তু প্রবীণ বলিয়া ইনি যে, অরসিক, তাহ নহে ; রসিক-নাগর চূড়ামণি উপরে উপরেই রসিক, ইনি তলে তলে রসিক, ইনি । | রস-প্রবীণ। এইরূপ আরো অনেক বড় বড় লোক সভাস্থ । . . এই রাজসভাতে সে দিন মহা এক उक