পাতা:ভারতী ১২৮৪.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গঞ্জিকা । (ভারতী শ্রা ১২৮৪ of হইলাম, সে দিন দেখি যে, তুরিতানন্দ f বাবাজি পাত্র মিত্র সমভিব্যাহারে টুপ্ৰভুজঙ, হইয়া বসিয়া আছেন। একটা দ্বিমুখী থেলো f ঠুকা তাহার হস্তে রাজদণ্ডরাপে শোভা পাইতেছে। টান-পরায়ণ ব্যক্তির উচ্চ নজরে আক্ৰড়া একটা স্ববিস্তীর্ণ রাজ্য বা সাম্রাজ্য, এমন কি,সসাগর। পৃথিবী বলিলেও না । ইহঁকে দেওয়ানজি বল, সেরেস্তাদার বল, কৰ্ম্মাধ্যক্ষ বল, সম্পাদক বল, একাধারে ইনি সকলই । একাকী নির্বাহ করিয়া থাকেন। পূর্বে ইনি ইহাঁর পিতা বিশ কৰ্ম্ম মহোদয়ের অধীনে কার্যা করিতেন ; এক্ষণে স্বীয় গুণ-গরিমার বেগ সাম্‌লাইতে না পারিয়া তাহাকে ঠেলিয়া রাজ্যের সমস্ত কাৰ্য্যই ইনি । अछूडि इव न, आब दशबि-उशब|¢कनिग्ना उंशब इन अग्नर् अडिरिक রাজা বল, পাদস বল, সম্রাটু বল, অথবা দাসামুদাস বল, দীনাধীন বল, তৃণাধীন বল, যাহা বল—সকলই। রাজ্যের প্রধান মন্ত্রী বাবাজির দক্ষিণ পাশ্বে বিরাজমান। ইহঁার নাম, দিগ্বিজয়ী সবজানত। — সকল শাস্ত্রেই ইহার সমান অধিকার, সমান বুৎপত্তি, সমান পারদর্শিতা । ইনি কেবলমাত্র আপনার এক বক্ষের সাহস-বলে মসজিদের মোল্লাকে এবং টোলের মহামহোপাধ্যায়কে ধৰ্ম্মোপদেশ করিয়া থাকেন, মুটে মজুর ছুতার মিস্ত্রী তাতি কলু চাদ কিঙ্কর দেবারিক প্রভৃতিকে কৰ্ম্মোপদেশ করিয়া থাকেন, এবং সৰ্ব্বশাস্ত্রবিশারদ পণ্ডিতমণ্ডলীকে জ্ঞানোপদেশ করিয়া থাকেন। সব জানতা মহাশয়ের ন্যায় এমন বিজ্ঞ লোক পৃথিবীতে অদ্যাপি কেহ জন্মেও নাই এবং ভবিষ্যতে কখন যে জন্মিবে তাহার শঙ্কা-মাত্রও নাই। বাবাজির অপরপাশ্বে বেয়াল্লিশ কৰ্ম্ম৷ { মহোদয় নামক একজন ভয়ঙ্কর কাজের লোক বসিয়া আছেন। তাহার নাক মুখ চোক কান হাত পা একদণ্ড স্থির দেখিলাম হইয়াছেন। রাজ্যের যিনি প্রধান সেনাপতি র্তা- | হার নাম নিধিরাম সদার । ইনি বিন ঢালে বিনা তরবালে লড়াই ফতে করিয়া থাকেন । এমনি এমনি আরো অনেকে সভাস্থ আছেন ; যথা, আপনি মণ্ডল-ইনি গায়ের মধ্যে একজন অতি প্রধান ব্যক্তি, তাহার আর সন্দেহ মাত্র নাই, কেবল দুঃখের বিষয় এই যে, ইহঁাকে গায়ে মানে না ; ইহঁীর মান সন্ত্রম খাতি প্রতিপত্তি সকলই আকৃড়ার অভ্যন্তরে নিজমূৰ্ত্তি ধারণ করিয়া থাকে ; সেখানে ইনি টামোদীপ্ত গঞ্জিকানলের ন্যায়, উচ্চশিরে দীপ্তি পাইয়া থাকেন । হিজ, হাইনেস, মহারাজাধিরাজ জন্মক সিংহ বাহাদুর – ইনি বনগায়ের রাজা ; স্বরাজ্যে ইনি সসাগর | পৃথিবীর একাধিপতি বলিয়া বিখ্যাত। । সহস্ৰমারী সেনগুপ্ত। ইনি প্রথমে কবিরাজ, পরে চিকিৎসক, পরে হাকিম, আত্মসাৎ করিয়াছেন ; কোথা হইতে পরে ডাক্তার, এই চারি উপাধি পর পর }