পাতা:ভারতী ১২৮৪.djvu/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wo 4 به ، : - কবিকাহিনী । " و " ۳۳۳-مم-سسس حسیبیحساسیصمیم | জানিনা কেমন কোরে, বালার বুকের মাঝে, সহসা কেমন ধারা লেগেছে আঘাত, আর সে গায়ন গান, বসন্ত ঋতুর অন্তে | পাপিয়ার কণ্ঠ যেন ছোয়েছেনীরব। ' ' আর সে লইয়া বীণা বাজায়না ধীরে ধীরে, | আর সে ভ্ৰমেন বালা কাননে কানুন } | বিজন কুটীয়ে শুধু, পরণ শয্যার পরে একেলা আপন মনে রয়েছে শুইয়া। . যে বালা মূহূৰ্ত্তকাল, স্থির না থাকিত কতু, শিখরে, নিৰ্ব্বরে, বনে করিত ভ্রমণ, । | কখনো তুলিত ফুল, কখনে গথিত মালা, | কখনো গাইত গান, বাজাইত বীণ, সে আজ এমন শাস্তু, এমন নীরব স্থির, এমন বিষঃ শীর্ণসে প্রফুল্ল মুখ । এক দিন, দুই দিন, যেতেছে কাটিয়া ক্রমে "মরণের পদ শব্দ গণিছে সে যেন! আর কোন সাধ নাই, বাসন রয়েছে শুধু কৰিয়ে দেখিয়া যেন হয়গো মরণ। . এদিকে পৃথিবী ভ্ৰমি, সহিয়া ঝটিকা কত :ফিরিয়া আসিছে কবি কুটীরের পানে, | মারে রোত্রে যথা জ্বলিয়া পুড়িয়া পার্থী সন্ধ্যায় কুলায়ে তার আইসে ফিরিয়া। বহুদিন পরে কবি, পদাপিল বনভূমে, বৃক্ষলতা সখি তার পরিচিত সখী, | তেমনি সকাল আছে, তেমনি গাইছে পার্থী, তেমনি বহিছে বায়ুন্ধর বর করি। | ನ್ತಿ। স্থানের কাছগিল,ছায়েজাবাত দিয়া, ডাকিল জৰীয় স্বরে নলিনী, নলিনী! i: ستنفشتسننن বেষ্টিত বিতন্ত্রী-বীণা সূতাতন্তজালে । ভ্ৰমিল আকুল করি কাননে কালুনে, } - দেখিল ন}; छविल माँ, ुक्तः SAASA SHkSHkk (छांबऊँौ की •२४s - - | কুটীরে কেহই নাই, শূন্য তা রয়েছে পড়ি, | ডাকিয়া সমুচ্চ স্বরে নলিনী নলিনী। . भिन्निग्नां कदिङ्ग गांrथं, बन cनदी छैक्रषtब्र | - ডাকিল কাতরে আহ! নলিনী, নলিনী। | কেহই দিলন সাড়, শুধু সে শবদ শুনি সুপ্ত হরিণের ত্রস্ত উঠিল জাগিয়া। অবশেষে গিরি-শৃঙ্গে উঠিল কাতর কবি, নলিনীর সাথে যেথা থাকিত বসিয়া । - দেখিল সে গিরি-শৃঙ্গে, শীতল তুষার পরে, নলিনী ঘুমায়ে আছে মান মুখচ্ছবি। | কঠোর তুষারে তার এলায়ে পড়েছে কেশ | খসিয়া পড়েছে পাশে শিথিল আঁচল। 1 বিশাল নয়ন তার অদ্ধ নিমীলিত, হাত দুটি ঢাকা আছে আমারত বুকে । , & | একটি হরিণ শিশু, খেলা করিবার তরে | কতুবা অঞ্চল ধরি টানিতেছে তার, | কন্তু শৃঙ্গ ছুটি দিয়া স্বধীরে দিতেছে ঠেলি, | কতুবা অবাক-নেত্রে রয়েছে চাহিয়া, a তবু নলিনীর ঘুম, কিছুতেই ভাঙ্গিছেন, নীরব নিম্পদবােরেরয়েছে ভূতলে | দূর হােতে কবিতারে দেখিয়া কহিল ਚੋਂ,! শালিনি, এয়েছি আমি দেখসে বালিকা" তবুও নলিনী বালা না দিয়া উত্তর, র" |. শীতল তুষার পরে রহিল ঘুমায়ে। " কবি সে শিখর পরে করি আরোহণ । শীতল অধর তার করিল চুম্বন । नििश्बिग्न, क्रभकिग्रा cगर्थिण cन कवि : না নাড় ছদ তার না পড়ে নিখাল ; 鷲""* ' 。