পাতা:ভারতী ১২৮৪.djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- . 8פס\ কবিকাহিনী। ( ভারতী চৈ ১২৮৪ হিমাদ্রির এই স্তব্ধ আঁধার গহ্বরে সময়ের পদক্ষেপ গণিতেছি বসি, { ভবিষ্যৎ ক্রমে হইতেছে বর্তমান, বর্তমান মিশিতেছে অতীত সমুদ্রে । । অস্ত যাইতেছে নিশি, আসিছে দিবস, দিবস নিশার কোলে পড়িছে ঘুমায়ে। { এই সময়ের চক্র ঘুরিয়া নীরবে H. পৃথিবীরে, মানুষেরে অলক্ষিত ভাবে পরিবর্তনের পথে যেতেছে লইয়া, কিন্তু মনে হয় এই হিমাদ্রির বুকে তাহার চরণ-চিহ্ন পড়িছে না যেন । কিন্তু মনে হয় যেন আমার হৃদয়ে দুর্দান্ত সময়-স্রোত অবিরাম গতি, নুতন গড়েনি কিছু ভাঙ্গেনি পুরাণে । বাহিরের কত কি যে ভাঙ্গিল চুরিল, { বাহিরের কত কি যে হইল নুতন, কিন্তু ভিতরের দিকে চেয়ে দেখ দেখি, },আগেও আছিল যাহা এখনো তা আছে, বোধ হয় চিরকাল থাকিবে তাহাই! বরষে বরষে দেহ যেতেছে ভাঙ্গিয় কিন্তু মন আছে তরুতেমনি অটল। নলিনী নাইক রটে পৃথিবীতে আর নলিনীরে उन বালি তবুঃ তেমনি । যখন নলিনী ছিল, তখন যেমন তার হৃদয়ের মূৰ্ত্তি ছিল এ হৃদয়ে এখনো তেমনি তাহ রয়েছে স্থাপিত। { এমন জয়রে তারে রেখেছি লুকায়ে, মরমের মৰ্ম্মস্থলে করিতেছি পুজা, .

  • ভাঙ্গিৰাৱে এজনমে সে মোর প্রতিম,
  1. হৃদয়ের আদরের লুকানো সে ধন ।

সময় পারে স্বাস্থো কঠিন আঘাতে - +" ు. ভেবেছিক্স এক বার এই যে বিষাদ নিদারুণ তীব্র-স্রোতে বহিছে হৃদয়ে, এ বুঝি হৃদয় মোর ভাঙ্গিবে চুরিবে, পারেনি ভাঙ্গিতে কিন্তু একতিল তাহা, যেমন আছিল মন তেমনি রয়েছে! বিষাদ যুঝিয়াছিল প্রাণপণে বটে, কিন্তু এ হৃদয়ে মোর কি যে আছে বল, এ দারুণ সমরে সে হইয়াছে জয়ী । গাওগো বিহগ তব প্রমোদের গান তেমনি হৃদয়ে তার হবে প্রতিধ্বনি ! প্রকৃতি! মাতার মত স্বপ্রসন্ন দৃষ্টি যেমন দেখিয়াছিনু ছেলে বেলা আমি, এখনো তেমনি যেন পেতেছি দেখিতে । যা কিছু সুন্দর, দেবি, তাছাই মঙ্গল, তোমার সুন্দর রাজ্যে হুে প্রকৃতি দেবি, তিল অমঙ্গল কভু পারে না ঘটিতে। অমন সুন্দর অtহ! নলিনীর মন, জীবন্ত সৌন্দৰ্য্য, দেবি, তোমার এরাজ্যে অনন্ত কালের তরে হবে না বিলীন । যে আশা দিয়াছ স্বদে ফলিবে তা" দেবি, এক দিন মিলিবেক হৃদয়ে হৃদয়। তোমার আশ্বাস বাকে) হে প্রকৃতি দেবি, সংশয় কখন আমি করি না স্বপনে । বাজাও রাখাল তব সরল বাশরী ! গাওগো মনের সাধে প্রমোদের গান ! পার্থীরা মেলিয়া যবে গাইতেছে গীত, কানন ঘেরিয়া যৰে ৰহিতেছে বায়ু, ' উপত্যক। ময় যথে ফুটিয়াছে ফুল । তখন তোদের আর কিসের खावना ? : . দেখি চির হাগ্য ময় প্রকৃতির মুখ. ... } দিবা নিশি হাসিন্ধারে শিখেছিলডোর;.