পাতা:ভারতী ১২৮৪.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ভারতী শ্রা ১২৮৪) | ঝোপ ঝাপের মধ্যে প্রচ্ছন্ন । থানে শ্রেণীবদ্ধ বৃক্ষচ্ছায়ার মধ্য দিয়া ভিখারিণী । T. মনোরঞ্জন গঞ্জিকা —যিনি পান করেন তিনি সৰ্ব্বদাই মনোরথে ভর করিয়া আকাশে উড়িতেছেন, কাহারো সাধ্য নাই যে তাহাকে মাটিতে নাবায়। তিনি যদি কবি হ’ন তবে সামান্য একটা পুষ্করিণীকে অপসর

  1. কিন্নর-সেবিত মানস-সবোবর মনে করেন; সামান্য একটা উদ্যানকে কুসুম-সোরভে

আমোদিত, শাল-তাল-তমাল-হিস্তাল-শোভিত, মহা এক অরণ্য-প্রদেশ মনে করেন । আপনাকে কাব্যের নায়ক বোধে মনে করেন যেন সেই বনে পথ হারাইয়াছেন—হায় কি হইবে! কোন অগ্ৰিম-পালিত পরমাসুন্দরী রমণী তাহাকে পথ বলিয়। দিবেন, শুদ্ধকেবল এই আশাতে ভর করিয়া আমন গহন অরণ্যে একাকী পরিভ্রমণ করিতেছেন। যদি বীর পুরুষ হ’ন তবে ঘোড়ায় চড়িয়াছেন কি আর তৎক্ষণtৎ আপনাকে হয় সেকেন্দর সা, নয় নেপোলিয়ন বোলাপাট মনে করিয়া ছেন—এ রোগ কিছুতেই যাইবার নহে । যদি ধৰ্ম্ম-সংস্কারক হু’ন তবে আপনাকে দ্বিতীয় নিতাই চৈতন্য বা নানক বা যীশুখ্ৰীষ্ট মনে না করিয়া কোন মতেই ক্ষান্ত থাকিতে পারেন না । যদি বিলাসী হ’ন তবে আপনাকে রূপে কন্দৰ্প, গুণে কন্দৰ্প । দর্পহারী মনে করিয়৷ সৰ্ব্বদাই সানন্দে থাকেন। যদি রসকস-বিহীন কঠোর বিষয়ী হ’ন তবে অার সকলকে নস্যাৎ করিয়া আপনাকে ভারি একজন কাজের লোক মনে করেন । যদি গ্রামের এক জন বদ্ধিষ্ণু লোক হন, তবে এবাড়ি ওবাড়ি ফিরিয়া সকল তাতেই কৰ্ত্তাগিরি করেন, কিছুতেই রোধ মানেন না। মনোরঞ্জন গঞ্জিকার এত ডালপালা যে তাহ আর না—বর্ণনা-তরণী একটানা কথা-স্রোতে ভাৰ্যিয় যাইবে অতএব এইখানেই নোঙড় নিক্ষেপ করা ম{ডক { حصاسم حسیبیاس کسی اسلامی شیمیاییسیسیمهمس ভিখারিণী। প্রথম পরিচ্ছেদ । কাশ্মীরের দিগন্তব্যাপী, জলদস্পর্শী শৈল-মালার মধ্যে একটি ক্ষুদ্র গ্রাম আছে । ক্ষুদ্র ক্ষুদ্র কুটার গুলি অtধার অাধার এখানে সে একটি দুইটি শীর্ণকায়, চঞ্চল, ক্রীড়াশীল নিৰ্বর গ্রাম কুটীরের চরণ সিক্ত করিয়া, { ক্ষুদ্র ক্ষুদ্র উপলগুলির উপর দ্রুত পদক্ষেপ করিয়া এবং রক্ষচুক্তি ফুল ও পত্র গুলিকে তরঙ্গে তরঙ্গে উলটুপালট্‌ করিয়া নিকটস্থ সরোবরে লুটাইয় পড়িতেছে। দূরব্যাপী, নিস্তরঙ্গ সরসী, লাজুক উষার রক্তরাগে, সূর্যের হেমময় কিরণে, সন্ধার স্তৱ বিন্যস্ত মেঘমালার প্রভিবিম্বে, পূর্ণিমার বিগলিত জ্যোৎস্না-ধারায় বিভাসিত হইয়া শৈল-লক্ষীর বিমল স্বপণের ন্যায় সমস্ত দিনরাত্রি হাস্য করিতেছে। ঘন-বৃক্ষ-বেষ্টিত sa ! . SSTSSAAAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS