পাতা:ভারতী ১২৮৪.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిక জিারী (ভারতী শ্রী ১২৮৪ }

কোলাহল হইতে একাকী লুকাইয়া আছে! দ্বিরে দূরে হরিৎ শস্যময় ক্ষেত্রে গাভী চরি# তেছে, গ্রাম্য বালিকার সরসী হইতে জল তুলিতেছে, গ্রামের অর্ণধার কুঞ্জে বসিয়া অরণ্যের ত্ৰিয়মাণ কবি বউ-কথাকও মৰ্ম্মের বিষয় গান গাহিতেছে। সমস্ত গ্রামটি যেন একটি কবির স্বপ্ন ।

এই গ্রামে দুইটি বালক বালিকার বড়ই প্রণয় ছিল। দুইটিতে হাত ধরাধরি করিয়া গ্রাম্যশ্রীর ক্রোড়ে খেলিয়া বেড়াইত, বকুলের কুঞ্জে কুঞ্জে দুইটি অঞ্চল ভরিয়া ফুল তুলিত, শুকতারা আকাশে ডুবিতে ন। ডুবিতে, উষার জলদ-মালা লোহিত ন৷ হইতে হইতেই সরলীর বক্ষে তরঙ্গ তুলিয়া ছিন্ন কমল দুটির ন্যায় পাশাপাশি সাতার দিয়া বেড়াইত। নীরব মধ্যান্ধুে স্নিগ্ধ তরু ছায়-শৈলের সর্বোচ্চ শিখরে বসিয়া ষোড়শ | বর্ষীয় অমরসিংহ ধীর মৃদুল স্বরে রামায়ণ পাঠ করিত, দুর্দান্ত রাবণ কর্তৃক সীতা হরণ পাঠ করিয়া ক্রোধে জ্বলিয়া উঠিত, দশম বর্ষীয়া কমলদেবী তাহার মুখের পানে স্থির হরিণ-নেত্র তুলিয়া নীরবে শুনিত, অশোক ৰনে সীতার বিলাপ-কাহিনী শুনিয়া # পক্ষ-রেখা অশ্রুসলিলে সিক্ত করিত। ক্রমে গগনের বিশাল প্রাঙ্গণে তারকার দ্বীপ জ্বলিলে, সন্ধার অন্ধকার অঞ্চলে জোনাকি ফুটয় উঠলে, দুইটিতে হাত ধরাধরি করিয়া কুটীরে ফিরিয়া আসিত। কমলদেবী }বড় অভিমাননী ছিল, কেহ তাছাকে কিছু

| আর স্নেহময় অমরসিংহ ছিল,তাহারাই বালি- { অন্ধকার গ্রামটি শৈলমালার বিজন ক্রোড়ে | বলিলে সে অমরসিংহের বক্ষে মুখ লুকা- | জারের অবগুণ্ঠন পরিয়া পৃথিবীর | ইয়া কাতি, অমর তাহাকে সান দিলে, } তাহার অশ্রুজল মুছাইয়া দিলে, আদর } করিয়া তাহার অশ্রুসিক্ত কপোল চুম্বন E করিলে বালিকার সকল যন্ত্রণ নিভিয়া f যাইত ; পৃথিবীর মধ্যে তাহার আর কেহই | ছিল না, কেবল একটি বিধবা মাতা ছিল, } কাটীর অভিমান, সান্তন ও ক্রীড়ার স্থল। ! বালিকার পিতা গ্রামের মধ্যে সন্ত্রান্ত | লোক ছিলেন ; রাজ্যের উচ্চপদস্থ কৰ্ম্মচারী | বলিয়া সকলেই তাহাকে মান্য করিত। সম্পদের ক্রোড়ে লালিত পালিত হইয়া, এবং সন্ত্রমের মুদূর চন্দ্রলোকে অবস্থান করিয়া | কমল গ্রামের বালিকাদের সহিত কখনো মিশে নাই, বাল্যকাল হইতে তাহার সাধের { সঙ্গী অমরসিংহের সহিত খেলিয়৷ বেড়া- | ইত । অমরসিংহ সেনাপতি অজিতসিংহের । পুত্র, অর্থ নাই কিন্তু উচ্চবংশজাত, এই নিমিত্ত কমল ও সুমরের বিবাহের সম্বন্ধ | হষ্টয়াছে। একবার মোহনলাল নামে একজন । ধনীর পুত্রের সহিত কমলের বিবাহের প্রস্তাব হয় কিন্তু কমলের পিতা তাহার চরিত্র । ভাল নয় জানিয়া তাঁহাতে সক্ষত হন নাই। ] কমলের পিতার মৃত্যু হইল, ক্রমে { র্তাহার বিষয় সম্পত্তি ধীরে ধীরে মন্ট হইয়া | গেল, ক্রমে তাহার প্রস্তর নিৰ্ম্মিত অট্টালি । কাটি আস্তে আস্তে ভাঙ্গিয়া গেল, ক্ৰমে । র্তাহার পারিবারিক সন্ত্রম আগে অঙ্গে । বিনষ্ট হইল এবং ক্রমে তাহার রাশি রাশি ! বন্ধু একে একে সরিয়া পড়িল । জনাথ । o