পাতা:ভারতী ১২৮৪.djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিকাহিনী। তবুও মানুষ বলি গৰ্ব্ব করে তারা, তবু তারা সভ্য বলি করে অহঙ্কার । কত রক্ত মাথা ছুরি হাসিছে হরযে, কত জিহা হৃদয়েরে ছিড়িছে বিধিছে ! ৰিষাদের অশ্রুপুর্ণ নয়ন হে গিরি, . অভিশাপ দেয় সদা পরের হরষে, উপেক্ষা ঘৃণায় মাখা কুঞ্চিত অধর পর অশ্র জলে ঢালে হাসি মাখা বিষ । পৃথিবী জানেন গিরি,হেরিয়া পরের জাল, হেরিয়া পরের মৰ্ম্ম-ছুখের উচ্ছসি, পরের নয়ন জলে, মিশাতে নয়ন জল পরের দুখের শ্বাসে মিশাতে নিশ্বাস ! প্রেম ? প্রেম কোথা হেথা এ অশান্তি ধামে প্রণয়ের ছদ্মবেশ পরিয়া যেথায় বিচরে ইন্দ্রিয়সেবা, প্রেম সেথা আছে ? প্রেমে পাপ বলে যারা, প্রেম তারা চিনে ? মানুষে মানুষে যেথা আকাশ পাতাল, হৃদয়ে হৃদয়ে যেথা আত্ম অভিমান, যে ধরায় মন দিয়া ভাল বাসে যারা উপেক্ষ বিদ্বেষ ঘৃণা মিথ্যা অপবাদে তারাই অধিক সহে বিষাদ যন্ত্রণা; সেথা যদি প্রেম থাকে তবে কোথা নাই, তবে প্রেম কলুষিত নরকেও আছে! কেহব রতনময় কনক ভবনে ঘুমায়ে রয়েছে স্বথে বিলাসের কোলে, অথচ স্বমুখ দিয়া দীন নিরালয় পথে পথে করিতেছে ভিক্ষান্ন-সন্ধান ! সহস্ৰ পীড়িতদের অভিশাপ লোয়ে সহস্ত্রের রক্তধরে ক্ষলিত আসনে সমস্ত পৃথিবী রাজা করিছে শাসন, বাধিয়া গলায় সেই শাসনের রজ্জ্ব, এ অশাস্তি কবে দেব, হবে দূরীভূত । সমস্ত পৃথিবী তার রহিয়াছে দাস! जश्व औज्जनं नश् िधानङ भाथग्नि একের দাসত্বে রত অযুত মানব । ভাৰিয়া দেখিলে মন উঠে গো শিহুরি । ভ্ৰমান্ধ দাসের জাতি সমস্ত माझ्ष ! অত্যাচার গুরু ভারে হেীয়ে নিপীড়িত, ' | সমস্ত পৃথিবী দেব, করিছে ক্ৰন্দন। স্বখ শাস্তি সেথা হোতে লয়েছে বিদায়! কবে দেব এ রজনী হবে অবসান ? : - স্নান করি প্রভাতের শিশির সলিলে, - তরুণ রবির করে হাসিবে পৃথিবী । অযুত মানবগণ এক কণ্ঠে দেব, এক গান গাইবেক স্বৰ্গ পূর্ণ করি! নাইক দরিদ্র, ধনী, অধিপতি, প্রজ, কেহ করে কুটরেতে করিলে গমন মর্য্যাদার অপমান করিবে না মনে, সকলেই সকলের করিতেছে সেবা, কেহ করে প্রভু নয়, নহে কারে দাস ! नाहे डिझ ऊांठि श्रांज़ नाहे डिम उॉश নাই ভিন্ন দেশ, ভিন্ন আচার ব্যাভার ! সকলেই আপনার আপনার লোয়ে পরিশ্রম করিতেছে প্রফুল্প অস্তরে। } কেহ কারো মুখে নাহি দেয় গো কণ্টক, i কেহ কারো দুখে নাহি করে উপহাস to f দ্বেষ নিন্দ করতার জঘন্য আসন , | ধৰ্ম্ম-আবরণে নাহি করে গো সজ্জিত } श्मिाजि, भांश्व ऋकैि आब्रख रहेरउ অতীতের ইতিহাস পড়েছ সকপি, । অতীতেই দ্বীপশিখা ঘদিছিলির 1 ভবিষ্যৎ অন্ধকার পারে গোভেজিতে: ; }