পাতা:ভারতী ১২৮৪.djvu/৪০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} গম্ভীর আদেশ ধীরে করিছ প্রচার! { সমস্ত পৃথিবী তাই নীরব হইয়া . | खनिएइ अनना भएन गडप्प्ल बिशप्य } আমিও একাকী হেথা রয়েছি পড়িয়া, আঁধার মহা-সমুদ্রে গিয়াছি মিশায়ে, স্কু ক্ষুদ্র হতে ক্ষুদ্র নর আমি, শৈলরাজ ! # অকুল সমুদ্রে ক্ষুদ্র তৃণটির মত । হারাইয়া দিগ্বিদিক, হারাইয়া পথ, লভয়ে বিস্ময়ে হেীয়ে স্থত জ্ঞান প্রায় তোমার চরণতলে রয়েছি পড়িয়া । | উৰ্দ্ধমুখে চেয়ে দেখি ভেদিয়া অর্ণধার | শূন্যে শূন্যে শত শত উজ্জ্বল তারকা, অনিমিষ নেত্র গুলি মেলিয়া যেন রে | অামারি মুখের পানে রয়েছে চাহিয়া । :f ওগো হিমালয়, তুমি কি গম্ভীর ভাবে } ট্রাড়ায়ে রয়েছ হেথা আচল অটল, দেখিছ কালের লীল, করিছ গণনা, {- কালচক্ৰ কত বার আইল ফিরিয়া ! * সিন্ধুর বেলার চক্ষে গড়ায় যেমন i অযুত उब्रक्र, কিছু লক্ষ্য না করিয়া, { কত কাল আইল রে, গেল কত কলি # হিমাত্রি, তোমার ওই চক্ষের উপরি। মাথার উপর দিয়া কত দিবাকর 1 উলটি কালের পৃষ্ঠা গিয়াছে চলিয়া । } গল্পীর অধীরে ঢাকি তোমার ওদেহ কত রাত্রি আসিয়াছে গিয়াছে পোহীয়ে। কিন্তু বল দেখি ওগো হিমালয় গিরি, { কি দেখিছ এইখানে দাঁড়ায়ে দাঁড়ায়ে t - যা দেখিছ যা দেখেছ, তাতে কি এখনে ৩৯৬. । কবিকাহিনী । - (ভারতী চৈ ১২৮৪ ৷ সবল দুৰ্ব্বলে কোথা সাহায্য করবে, স্কুৰ্ব্বলে অধিকতর করিতে দুর্বল, সৰ্ব্বাঙ্গ एडभांद्र िि,ुनिििन ! কি দারুণ অশান্তি এ মনুষ্য জগতে, ' রক্তপাত, অত্যাচার, পাপ কোলাহল দিতেছে মানব মনে বিষ মিশাইয়া ! কত কোটি কোটি লোক, অন্ধকারাগারে অধীনতা শৃঙ্খলেতে আবদ্ধ হইয়। ভরিছে স্বর্গের কর্ণ কাতর ক্রদনে, , অবশেষে মন এত হোয়েছে নিস্তেজ, কলঙ্ক-শৃঙ্খল তার অলঙ্কার রূপে আলিঙ্গন ক'রে তারে রেখেছে গলায় ! দাসত্বের পদধূলি অহঙ্কার কোরে মাথায় বহন করে পর প্রত্যাশিয়া ! যে পদ মাথায় করে ঘৃণার আঘাত সেই পদ ভক্তি ভরে করে গো চুম্বন ! যে হস্ত ভ্রাতারে তার পরায় শৃঙ্খল, গেই হস্ত পরশিলে স্বর্গ পায় করে । স্বাধীন, সে অধীনেরে দলিবার তরে, অধীন, সে স্বাধীনেরে পূজিবারে শুধু ! সবল, সে স্থৰ্বলেরে পীড়িতে কেবল, দুর্বল, বলের পদে, আত্ম বিসৰ্জ্জিতে । স্বাধীনতা কারে বলে জানে যেই জন কোথায়সে অসহায় অধীন জনের কঠিন শৃঙ্খল রাশি দিবেগে ভাঙ্গিয়া, ন, তার স্বাধীন হস্ত হোয়েছে কেবল অধীনের লৌহপাশ দৃঢ় করিবারে । বল তার,হিমগিরি; দেখিছ কি তাঁহা - সামান্য নিজের স্বাৰ্থ করিতে সাধন | কত দেশ করিতেছে শ্মশান অরণ, t ८का िcरूाग्नेि मानप्बब चाडि शशैनड़, l রক্তময় পদাঘাতে দিতেছে ভাজিয়া, }