পাতা:ভারতী ১২৮৪.djvu/৪১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

– অশ্রু জল । AASAASAA ( ভারতী চৈ ১২৮৪

}হাসির লহরী উঠিতেছে,সেই দিকেই মুখের আড়ম্বর বিদ্যমান। এমন একটুও স্থান নাই, একটুও সময় নাই, যে আমি নির্জনে { বসিয়া কাদি । আবার সকলে যে সময় | হাসিতেছে, সে সময় না হাসলেও নয়, সুতরাং হাসিতেই হয়, কিন্তু সে হাসির } কষ্ট, হে অন্তদেবতা তুমিই জান’। আমার মনে হয় যে হাস্য-আমোদকারীরা যদি একমুহূর্তের জন্য কান্নার কোমলতর ভাব অনুভব করিতে পারিত, তাহ হইলে হালিবার জন্য তাঁহার অত লালায়িত হইত না। তরঙ্গময়ী গঙ্গার উপকূলে নীরব নিশীথে একাকী শয়ান রহিয়া উৰ্দ্ধ-দৃষ্টে চন্দ্র তারা দেখিতে দেখিতে আপনার দুঃখেই হোক, পরের দুঃখেই হোক, যখন যুগল চক্ষুর অপাঙ্গ ভিজাইয়া বিন্দু বিন্দু অশ্ৰুজল নিঃস্থত হইতে থাকে, শ্বশানের চিতালোক দেখিয়া যখন কোন মৃত শৈশব-সহচরীর বিদায়-কটাক্ষ মনোমধ্যে আলেয়া-আলোকের ন্যায় সহসা প্রতিভাত হয়, বিজন প্রাস্তরে অথবা গভীর নিশীথে বিচরণ করিতে করিতে স্বদ্বর পল্পী হইতে মদীভুত বংশীধ্বনি আ | সিয়া যখন বালিকা বয়সের কোন অতি প্রিয় অথবা বিস্তৃত একটি সঙ্গীতকে অৰ্দ্ধজাগরিত করিয়া দেয়, তখন অতি ধীরে, অতি: মৃদুভাবে হৃদয়ের পূর্ণ উৎস হইতে যে প্রশ্ৰ । অশ্রুজল । যে দিকে ফিরিয়া দেখি সেই দিকেই । তাহার গভীরতা, তাহীর পবিত্রত, তাহার | মহান ভাব চিরহাস্যকারীরা কখনই অল্প | ভব করিতে পারে না । সে সময়ে হৃদয়ের । দুৰ্দ্দমনীয় গ্রন্থত্তিগুলি কি যে এক মোছ যন্ত্রে মুগ্ধ হইয়া যায়; বর্তমানের দারুণ শোক বা বিকট উল্লাস কি যে এক মোহিনী নিদ্রায় অভিভূত হইয় পড়ে, মরমের কোন নিভৃত স্থল হইতে যে ঈষৎ মেঘাচ্ছন্ন চন্দ্রের বিষন্ন জ্যোৎস্নার ন্যায় একটি | রমণীয় ভাব সমস্ত হৃদয়ে বিকীরিত হয় তাহা অনুভব ব্যতীত বর্ণনা করা যায় না । হাসি যত সহজে হয়, কান্না তত সহজে হয় না । হৃদয়ের গুঢ়তম তন্ত্র না বাজিয়া উঠিলে চক্ষে এক ফোটাও অশ্রু আইসে না । এমন কি, আনন্দ ও প্রকৃত আনন্দ . নামে পরিচিত হইতে পারে না যতক্ষণ মা ! তাহা অশ্রুতে পরিণত হয়। যুগ যুগাস্তের পরে যখন বান্ধবে বান্ধবে মিলিত হয়, | তখন উভয়ে উভয়ের বক্ষে মুখ লুকাইয়া ঘরবিগলিত লোচনে যত অশ্রু বিসর্জন | করে,তাহা তো হাস্যের স্থানীয় মাত্র। কিন্তু | সে হাস্যমৰ্ম্মভেদী সে হাস্য,হৃদয়ের নিভৃত । প্রদেশের অশ্রু উৎসকে জাগাইয়া অঙ্করূপেই পরিণত হয়। আবার যখন দেখি 1 কোন মহান, ঋষিপুরুষ গঙ্গার পৰিত্ৰ জলে । আবক্ষ নিমগ্ন হইয়৷ উৰ্দ্ধহস্তে প্ৰাতঃস্মর্যাকে { ,दमन कब्रिष्ठ कब्रिtष्ठ छङ्करीौब्र `लश्वप्ङ्गं - লহরী উৎসারিত হয়, তাহার কোমলতা,

সঙ্গে সঙ্গে তাছার অশ্রাতরঙ্গ মিশা

  • . . . . .

- " . . . . . . . .