পাতা:ভারতী ১২৮৪.djvu/৪২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(ভারতী চৈ ১২৮৪ শ - রাগিণী-ধানসী। মুখের লাগিয়া, এ ঘর বান্ধিস্থ } : " অনলৈ পুড়িয়া গেল । - 鷲 ; : অমিয়া সাগরে, সিনান করিতে, . সকলি দ্বারল ভেল । সখি হে কি মোর করমে লিখি । শীতল বলিয়া, ও চান্দ সেবিমু, - রবির কিরণ দেখি । নিচল ছাড়িয়া, উঠল উঠিতে, পড়িলু অগাধ জলে । লছমি চাহিতে, দারিদ্র্য বেঢ়ল, মাণিক হারামু হেলে। পিয়াস লাগিয়া, জলদ সেবিকু, বজর পড়িয়া গেল । জ্ঞানদাসে কহে, কামুর পিরিতি, মরণ অধিক শেল । রাগিণী—তুড়ি । কি পেখিমু যমুনার তীরে । কালিয়া বরণ এক, মানুষ আকার গো, { বিকাইমু তার আঁখির ঠারে। { নিতি নিতি আসি যাই হেন কভু দেখি নাই, কি খেনে দেখি আজ তারে। | গুরুয়া গরব কুল, মশাইল কুলবর্তী, কলঙ্ক চলিয়া আগে ফিরে । | कांप्रभङ्ग क्षयान विनि, झुक्लब उत्रिभ cश, হিস্কুলে বেড়িয়া চুটি আঁখি । কালিয়া ময়ান বাঁশ, মরমে হানিল গৈ, | কালাময় জামি সব দেখি : ; | চিকণ কালার রূপে:জাকুল করিল গেt;: ধরণে না যায় মোর হিয়া। আর কোথায় ভক্তির উচ্ছ সময় কাব্য ক কোলাহলম নবদ্বীপে আসিয়া গোছিয়ছি, #. —চৈতন্য দেবের মহিমা-ক্ষেত্রের মধেf: আসিয়া গেছিয়ছি, আমরাও সংক্রীড় কত চান্দ নিঙ্গাড়িয়া, মুখানি মাজিল গো, যত্ন কহে ক'ত সুধা দিয়া। - এইখানেই আমরা উপহার শেষ করিলাম, কেন ন চৈতন্যদেবের সাময়িক ] কবিদের গগনভেদী সংকীর্তন-শব্দে আমরা এতদূর অন্যমনস্ক হইয়া পড়িতেছি যে, পাঠকের সহিৎ যতক্ষণ আমরা সেই সমা. রোহ-ক্ষেত্রে না পোছতেছি ততক্ষণ যেন আমাদের নিজৰি ভাৰ তিরোহিত হইতেছে না। কোথায় বিদ্যাপতি ও চণ্ডিদাসের ঘুমন্ত স্বপ্নল করী, আর কোথায চৈতন্য-সহচরদের জাগ্রত উদ্দীপনাময় কীৰ্ত্তন-কেলিছিল! কোথায় প্রেমের লোমাঞ্চকর আবেশ প্রমোদ, | লাপ ! বসন্তকালের সায়ংকালে একটি মহাপ্রাস্তরে বিচরণ করিতেছি,—মলয় পবনের মৃদুল হিল্লোলে শরীর মন যেন ঢলিয়া পড়িতেছে, কোকিল পাপীয়ার সুর-লহরীতে হৃদয় যেন মোহে অভিভূত হইতেছে, এমন { সময় সহসা গ্রামে আসিয়া উপনীত,- 1 গ্রামে অজ বারোয়ারী পূজার মহাধুম, } আবাল বৃদ্ধ বনিতা সকলেই যেন অভূত । উৎসবে, অদ্ভুত উৎসাহে, ভভূত উল্লাসে । উন্মত্ত হইয়া জীবনের প্রত্যেক ক্ষুদ্রপ্তম | তরঙ্গকে পৰ্ব্বতাকারে পরিণত করিতে দৃঢ়- | প্রতিজ্ঞ হইয়াছে ! আমরা সেই স্বপ্নের উ | পচ্ছায়ারূপ প্রস্তর ছাড়াইয়া এখন नहईौt> | আসিয়া পৌছিয়াছি; উৎসধময়, উৎসাহময়, f