পাতা:ভারতী ১২৮৪.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(ভারতী শ্র। ১২৮৪ আমার কমলকে আনিয়া দেও।” দস্থ্য { সে মুদ্রাগুলি সক্রোধে ছড়াইয়া ফেলিয়া ". | কহিল, “মিথ্যা প্রতারণা করিয়া পার | পাইবি না, নির্দিষ্ট অর্থ না দিলে নিশ্চয় { আজি তোর কন্যা হত হইবে, তবে চলি 8ર

নর-শোণিতে মহাকালীর পূজা দেও।” | বিধবা কত মিনতি করিলেন,কত কাদিলেন, কিছুতেই দস্থ্যর পাষাণ-হৃদয় গলাইতে পারিলেন না। দস্থ্য গমনোদ্যত হইলে কহিলেন "যাইও না, আর একটু অপেক্ষ। - } • | লাম, আমাদের দলপতিকে বলিয়া আসি কর, আমি আর একবার চেষ্টা করি। যে নির্দিষ্ট অর্থ পাইবে না, তবে এখন ! দেখি ” এই বলিয়া বাহির হইয় গেলেন । স্বাস্থ্য। উপক্রমণিকা । জন্মিলে মরিতে হয়, ইহা একটি | চির-প্রসিদ্ধ কথা । তথাপি আমরা মৃত্যুর নাম শুনিবামাত্র ভীত হই । ইহার কারণ কি ? অনুসন্ধান করিয়া দেখিলে ইহার কয়ে কটি কারণ নির্দেশ করা যাইতে পারে। প্রথম, মৃত্যুর পর কাহার অবস্থা কি হইবে কেহ কিছুই জানে না। দ্বিতীয়, সংসারের | সমস্ত প্রিয় বস্তু হইতে এক কালে বিচ্ছিন্ন { হওয়া । তৃতীয়, মৃত্যু-যন্ত্রণ । চতুর্থ, ভোগ হনুর ইচ্ছা সত্ত্বেও অকালমৃত্যু। এই সকল কারণের মধ্যে শেষোক্ত দুইটির | জন্যই অধিকাংশ লোক ভীত ও কাতর | হুইয়া থাকেন। বস্তুত পৃথিবীতে যদি | অকাল-মৃত্যু ও উহার অনুসঙ্গিক যন্ত্রণ না থাকিত তাহা হইলে অনেকে স্বখে { মরিতে পারিত। মন্ত্রয় জন্ম-কালে যেরূপ অচেতনাবস্থায় { ভূমিষ্ঠ হয়, মৃত্যুকালেও সেই রূপ অচেতন # ভাবে মরিবে এইট প্রকৃতির উদ্দেশ্য ও s অমোঘ নিয়ম। জন্মকালে AA eAeeAAA AAAA AAAAMeA AeeMMMMeeeeS দ্বারে যেরূপ নিষ্পেষিত হইয়া থাকে তাহা দেখিলে ইহা কাছার না মনে হয় যে, যদি তৎকালে চৈতন্য থাকিত, তাহা হইলে মমুয্যের যন্ত্রণার অবধি থাকিত না । কিন্তু প্রকৃতি দেবীর এমনই অনুগ্রহ যে এরূপ বিষম সঙ্কটে পতিত হইয়াও মন্থয্যের কিছু মাত্র যন্ত্রণা অনুভূত হয় না। প্রভূত সন্তান স্বস্বপ্তের ন্যায় অবলীলাক্রমে ভূমিষ্ঠ হয়। এস্থলে প্রকৃতি স্বয়ং ধাত্রীর ভার গ্রহণ করেন, সুতরাং মনুষ্যের স্বাধীন ইচ্ছার কোন সংশ্রব না থাকায় সম্যক প্রকারে স্বভাবেরই নিয়ম প্রতিপালিত হয়। প্রকৃতির নিয়মানুসারে চলিলে মৃত্যুও এই রূপ যন্ত্রণাশূন্য হইত। বস্তৃত জীবিত ; কাল পুর্ণ হইলে প্রকৃত দেবী স্বয়ং আমা: দিগের সহায়তা করেন, এই নিমিত্ত আমরা : নিদ্রাভিভূতের ন্যায় মৃত্যুমুখে পতিত হুই । এই যন্ত্রণাশূন্য ব্যাপার, এই মোছमडून दिलग्नमभ, ७ई अनिष्ठा छौवनत्र মহুয়া গসব | স্বাভাবিক অবসানকেই পণ্ডিতের প্রকৃত ASA SSASAS SS SAAAASAASAASAASSAAAAAAS LAAAAAMATATTMTA LLLAAAAAA S