পাতা:ভারতী ১২৮৪.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

` .i «v হিমালয় । (ভারতী ভ৷ ১২৮৪ করিয়া গণিতবিদ্য যে কতউচ্চে উঠিয়াছে, তাহা কৃতবিদ্য ব্যক্তি মাত্রেই জানিতেছেন। কেবল গণিত বিদ্যা বলিয়া নহে, সাধারণতঃ | সকল বিদ্যাই ঐরুপ যুগলাস্কে ভর করিয়া । উচ্চ উচ্চ সোপানে পদনিক্ষেপ করিয়া থাকে। বৈজ্ঞানিক প্রণালীতে স্বষ্টিতত্ত্ব আলোচনা | করিলে স্বষ্টির যে একটি ধারাবাহিক ক্রম | পাওয়া যায়, দার্শনিক প্রণালীতে আলোচনা করিলেও ঠিক তাহাই পাওয়া যায়, ইহা ইতিপূর্বে এক প্রকার প্রদর্শন করিয়াছি। মূল কথা এই ;–স্বটির অথবা প্রকৃতির দুই প্রান্ত ; একটি স্বক্ষ, আর একটি স্থল। আদি-প্রান্ত সূক্ষ, চরম-প্রান্ত স্থল। দুই প্রান্তের মধ্যে সম্বন্ধ কিরূপ, এক প্রান্ত হইতে অপর প্রান্তে পৌছিতে হইলে মধ্যে কোন একটা সেতু বা সোপান-পদ্ধতির আশ্রয় মিলে কি না,

  • . .

যদি মিলে তবে তাহা কিরূপ, ইহাই জিজ্ঞাস্য বিষয়। এই জিজ্ঞাস্য বিষয়টি মীমাংসা করিতে হইলে, চাই সুক্ষ প্রস্তু হইতে স্থল প্রান্তে নাৰি, চাই স্থল গ্রান্ত হইতে সূক্ষ প্রান্তে উঠি, তাঁহাতে আইসে যায় না, যে দিক দিয়াই হউকৃ উভয় প্রাস্তের মধ্যে সোপান-প্রতিষ্ঠা করিতে পারিলেই ইষ্টসিদ্ধি হয়। সঙ্গীত শাস্ত্র হইতে আরোহ এবং অবরোহ এই দুই পারিভাষিক বচন তুলিয়া লইয়া উক্ত প্রণালী-দ্বয়ের নামকরণ সমাধা করা যাইতে পারে। স্মক্ষম হইতে স্থলে নাবাকে অবরোহ-প্রণালী এবং স্থল হইতে সুক্ষে ওঠাকে আরোহ-প্রণালী বলিয়া নির্দেশ করা যাইতে পারে। এক্ষণে উভয় প্রণালীর সমবেত সাহায্যে স্বষ্টিতত্ত্ব আমরা কতদূর জ্ঞানায়ত্ত করিতে পারি,তাহু! এক বার অনুধাবন করিয়া দেখা যাউক । ক্রমশঃ হিমালয়। যেখানে জ্বলিছে সূৰ্য্য, উঠিছে সহস্র তারা, । পৃথিবীর কোলাহল, পারি না সহিতে আর, প্রজ্জ্বলিত ধূমকেতু বেড়াইছে ছুটিয়া। পৃথিবীর মুখ দুখ গেছে সব মিটিয় ॥ অসংখ্য জগৎ-যন্ত্র, ঘুরিছে নিয়ম-চক্রে সারাদিন, সারারাত, সমুচ্চ শিখরে বসি, | অসংখ্য উঞ্জল-গ্রহ রহিয়াছে ফুটিয়া। চন্দ্র স্বৰ্য্য গ্রহময় শূন্য পানে চাহিয়া । | श्रखौज़ यन्नल তুমি, দাঁড়ায়ে দিগন্ত ব্যাপি, জীবনের সন্ধাকাল কাটাইব ধীরে ধীরে, - সেই আকাশের মাঝে শুভ্র শির তুলিয়া। | নিরালায় মরমের গান গুলি গাছিয়া ॥ নির্বর ছুটছে বক্ষে, জলদ ভ্ৰমিছে শৃঙ্গে, গভীর নীরব গিরি, জোছনা ঢালিবে চন্দ্র, | চরণে লুটছে নদী শিলা রাশি টেলিয়া। দ্বরশৈলমালা গুলি চিত্র-সম শোড়িবে। | তোমার বিশাল ক্রোড়ে লভিতে বিশ্রাম-মুখ | ধীরে ধীরে ঝুরু কুরু, কাপিবেক গাছ পাল । জুত্র নয় জমি এই আসিয়াছি ছুটয়া। । একে একে ছোট ছোট তারাগুলি নিভিবে। + .