পাতা:ভারতী ১২৮৪.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

! ԳՆ, বজ্ৰাঘাতে মৃত্যু । (ভারতী ভ৷ ১২৮৪ কাহার মৃত্যু ঘটিলেও তজ্জন্য আমাদিগকে কোন প্রকারে বেদনাহুভব করিতে হয় না। বস্তুতঃ তৎকালে জীবনের পরিবর্তে সহসা মৃত্যু আসিয়া উপস্থিত হওয়াতে আমরা অচেতন অবস্থাতেই এক অবস্থা হইতে অব স্থাস্তর প্রাপ্ত হই । অনুসন্ধান করিয়া দেখিলে সংসারে এরূপ ত্বরিত মৃত্যু অনেক দেখিতে পাওয়া যায়। বন্দুকের গুলি মস্তিষ্ক ভেদ করিয়া চলিয় গেলে সহসা আমাদিগের ঐ দশা ঘটয়া থাকে । এই প্রকারে মৃত্যু ঘটিলে মহুষোর মুখে কিছুমাত্র যন্ত্রণার চিহ্ন থাকে না । প্রত্যুত মৃত্যুর পূর্বে তাহার মুখ যেরূপ সেীমা-ভাব-বিশিষ্ট ছিল তখনও উচ্চাতে সেই ভাব লক্ষিত হয় । এতদ্ভীরা পণ্ডিতশ্ৰেষ্ঠ হেল্ম হলজের ত্বরিত মৃত্যুতে বেদনার অভাব বিষয়ক অনুমান আরও স প্রমাণ হই তেছে । এমনও শুনা গিয়াছে যে, যে ব্যক্তি কোন প্রকার আঘাত পাইয়া সহসা অচেতন হয় ও মৃতবৎ পড়িয়া থাকে, সে সংজ্ঞা লাভ করিলে এই কথা বলিয়া থাকে যে, হতচেতন হুইবার পূর্বে তাহার কোন প্রকার বেদনাতুভব হয় নাই। গুরুতর আঘাতজনিত, স্নায়ু, বা মস্তিষ্কের অসাড়তাই ইহার মূল কারণ। প্রকৃতি এ সম্বন্ধে আমাদের উপর কতদূর অনুকূল তাছা বলা যায় না । মকুষ্যের মস্তক ভেদ করিয়া একটি বন্দুকের গুলি বাহির হইতে সচরাচর প্রায় এক. সেকেণ্ডের সহস্রাংশের একাংশ মাত্র সময় লাগিয়া থাকে। সুতরাং এই অত্যপ - সময় মধ্যে কার্য্য সমাধা হওয়াতে, আমরা তৎকালে কোন প্রকার বেদনামুভব করিতে পারি না। এ জন্য তাদৃশ মৃত্যুতে আমাদের किडूमाख शऊभांश्उद इग्न न । किरू श्रृंशिवैौदङ ५भन श्रrमक शा°ांद्र यांtझ शांशंब्र বেগ বন্দুকের গুলি অপেক্ষ লক্ষগুণ অধিক । মেঘমাল বিদীর্ণ করিয়া তাড়িতা- { লোক অfকাশ-পথে যেরূপ ভয়ানক বেগে বিচরণ করে, তাহা কাহারও অবিদিত নাই। কিন্তু ঐ আলোক আমাদের চক্ষে পড়িয়া ! পুনরায় অদৃশ্য হইতে যে সময় লাগে তাহা । অনেকেই জানেন না । পাঠকগণ শুনিলে । আশ্চর্য হইবেন যে উহ! এক সেকেণ্ডের । লক্ষাংশেরও কম। ফলতঃ বিহ্বাতের গতি এতই প্রবল যে, পৃথিবী হইতে চন্দ্রলোক । যদিও অনেক দূরবর্তী, তথাপি বিদ্যুৎপদার্থ এক সেকেণ্ডের মধ্যে তথায় উপস্থিত । হইতে পারে। ইহাও অনেকে অবগত ! আছেন যে, চক্ষের উপর একটি আলোক ; পড়িবামাত্র উহা তদভান্তরে এরূপ পতি । ভাত হয়, যে ঐ আলোক অস্বস্থিত ইলেও ! উহা আমরা এক সেকেণ্ডের ষষ্ঠাংশ কাল পর্যন্ত মনশ্চকে দেখিতে পাই । এই ! জন্যই একখামি প্রজ্বলিত অঙ্গার এক দিক | হইতে আর এক দিকে সবেগে চালনা ! করিলে দর্শকের চক্ষে উছ ক্ষণকালের জন্য । একটি আলোকময় ফিতার মত দেখায় । । एषउ:श्रझ श्। कहहि न। भरम श्हैंव ! যে, বন্দুকের গুলি লাগিলে যদি মন্থৰা মুহূর্বের মধ্যেও অক্লোশ মরিতে পারে, তাহা হইলে বজ্রাঘাতে ইহা অপেক্ষ আরও কম সময়ের মধ্যে ও জঙ্গত ভাবে ভাষা :