পাতা:ভারতী ১২৮৪.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

r | ,-, - ভারতী তা ১২৮৪ ) বজ্ৰাঘাতে মৃত্যু।

  • |

ঐ সংবাদ যতক্ষণ মস্তিষ্কে না আইসে ততক্ষণ উহা আমরা অনুভব করিতে পারি না । এজন্য মস্তিষ্কের নিকটস্থ স্থান অপেক্ষ দুরবৰ্ত্তী স্থানে আঘাত লাগিলে কিঞ্চিৎ বিলম্বে উহা আমরা বুঝিতে পারি। অনন্তর কিরূপ বেগে এই আঘাতের সংবাদ স্নায়ুকর্তৃক জ্ঞানের মূলস্থানে আনীত হয় তাহাও স্ববিজ্ঞ ছেলু হলুজ সাহেব আপনার বিচিত্র বুদ্ধি বলে বহুবিধ পরীক্ষ। স্বারা এক রূপ স্থির করিয়াছেন । তিনি বলেন যে, ঐ সং. বাদ এক সেকেণ্ডের মধ্যে ৬৬ হাত ( ১০০ { তথায় উহু অনুভূত হইতে এক সেকেণ্ডের ফিট) পৰ্য্যন্ত যাইতে পারে। অর্থাৎ বায়ু মধ্যে শব্দ যেরূপ বেগে চালিত হয়, আঘাত । কি, উহার দশমাংশের একাংশ ও নহে। এত ন্নিবন্ধন দৈর্ঘ্যে ৩৩ হাত (৫০ ফিট) প্রমাণ একটি তিমি মৎস্যের পুচ্ছদেশে আঘাত করিলে, অৰ্দ্ধ সেকে গু পরে সে উহা বুঝিতে । কিন্তু এক স্থান হইতে অন্য স্থানে । পারে । সংবাদের গতি তদপেক্ষা অনেক কম। এমন : পুচ্ছদেশে অন্য কোন সংবাদ অসিতে আঘাতের সংবাদ বহনের জন্যই যে কেবল । কাল বিলম্ব হয় এরূপ ও নহে । কাল বিল. । ম্বের আরও কারণ আছে । শারীর বিধানবিং পণ্ডিত মাত্রেই ইহা স্বীকার করিয়া থাকেন যে অনুভব-ক্রিয়ার সময় মস্তিষ্কের স্মক্ষম স্বক্ষ পরমাণুগুলি স্পন্দিত ও পুনরায় যথানিয়মে সংরক্ষিত হয় । ফলতঃ মস্তিস্কের এরূপ অবস্থা প্রত্যেক চিন্তা বা অমুভূতির অনুসঙ্গিক বলিলেও বলা যাইতে পারে । অর্থাৎ যখনই আমরা কোন বিষয় চিন্তা বা অনুভব করি, তখনই আমাদিগের মস্তিষ্কের পরমাণু মধ্যে কোন মা কোম্ افتتحت ستتصلتشتتتفتت تستمتع. " --- بينيبيبسيبب مصاص--- প্রকার পরিবর্তন হুইয়৷ থাকে এবং এই রূপ পরিবর্তন যে, কাল-সাপেক্ষ ইহা সকলে স্বীকার করিয়া থাকেন। সুতরাং আঘtতের সংবাদ-বহলোপযোগী কাল ব্যতীত, অনুভূতির জন্য মস্তিষ্কে যে সকল পরিবর্তন সংঘটিত হয়, তাহাতেও সময় আবশ্যক । কিন্ত সে ও এক সেকেণ্ডের দশমাংশের অধিক নহে। অতঃপর ইহা সকলেই বুঝিতে পরিবেন যে, তিমি মৎস্যের পুচ্ছে তাtঘাত লাগিবার পর ঐ সংবাদ মস্তিষ্কে ঘাইতে অৰ্দ্ধ সেকেণ্ড লাগে, এবং দশমাংশ কাল অতিবাহিত হয়। আবার যদি মাঘাত-প্রতীকারের জন্য মস্তিষ্ক হইতে আর অৰ্দ্ধ সেকৃেগু লাগে, তাহ হইলে ঐ মৎস্যের আঘাত বুঝিতে ও তৎপ্রতীকীরার্থ পুচ্ছদেশ নীড়িতে সমুদীয়ে এক সেকে গু ও উহার দশমাংশের একাংশ সময় লাগিবীর } সম্ভাবনা । ইহাও অনেকে দেখিয়াছেন যে, আঘাত গুরুতর হইলে পূৰ্ব্বোস্ত সংবাদবাহুক স্নায়ুগুলি কখন কখন অসাড় হইয়া পড়ে। সুতরাং তস্থার সংবাদ-বহন কাৰ্য্য আর সাধিত হয় না । প্রত্যুত । আঘাত গুরুতর হইলে উহা মস্তিষ্কে ম{ যাওয়াতে উহার বিষয় আমরা কিছুই জানিতে পারি না । অথবা জ্ঞানের মূল স্থানে, আঘাত উপলব্ধর প্রাকৃঙ্কালীন কোন প্রকার পরিবর্তন সংঘটন হইতে মহইতেই । আমাদের মস্তিষ্কের কার্য এককালে বন্ধ হইয়া যায়। এমন কি, ঐন্ধপ আঘাতে ।


_i+ ت