পাতা:ভারতী ১২৮৪.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f .." o

| | | |

o o o , · i S S S S S S S S S S S

ভিখারিণী । . . . " b> |

! আবার দুই জনে খেলা করিবে। কত কাল তাহার বাল্য-সখা অমরকে দেখিতে পায় নাই, মৰ্ম্মপীড়িত কমল এক এক 1 বার যন্ত্রণায় অস্থির হইয়া উঠিত। এক এক দিন রাত্রিকালে গৃহে কমলকে কেছ দেখিতে পাইত না, কমল কোথায় হীরাইয়া গিয়াছে, }খুজিয়া খুজিয়া অবশেষে তাহার বাল্যের ক্রীড়া-স্থল সেই শৈল-শিখরের উপর গিয়া দেখিত, মানৰদন ৰালিকা অসংখ্য তারাখচিত অনন্ত আকাশের পানে নেত্র পতিয়া আলুলত কেশে শুইয়া আছে । কমল মাতার জন্য, অমরের জন্য কাদিত বলিয়া মোহন বড়ই রুষ্ট হইয়াছিল এবং তাহাকে মাতৃ-অালয়ে পাঠাইয়া ভাষিয়াছিল ষে, দিন কতক অর্থাভাবে কষ্ট পাকৃ,তাহার পরে দেখিব কে কাহীর জন্য কাদিতে পারে। বায়ুতে তাহার কত বিষাদের নিশ্বাস মিশাইয়। গিয়াছে, বিজন-শয্যায় সে.যে কত অশ্রুবারি মিশাইয়াছে, তাহ তাহার মাতা এক দিনও জানিতে পারেন নাই। একদিন কমল হঠাৎ শুনিল তাহার অমর দেশে ফিরিয়া আলিয়াছে। তাহার কত দিনকার কত কি ভাব উথলিয়া উঠিল। অমরসিংহের বাল্যকালের মুখ খানি মনে পড়িল। দারুণ যন্ত্রণায় कभन ; কতক্ষণ কাদিল । অবশেষে অমরের সহিত { সাক্ষাৎ করিবার নিমিত্ত বাহির হইল। { সেই শৈলশিখরের উপরে, সেই বকুল এক একটি কৰিয়া ছেলেবেলাকার সকল SACACAA SAAAAA AAAA SAAAAA তবে আবার দুই জনে মালা গাখিবে, অস্ফুট স্বপ্নের মত র্তাহার মনে একে একে 1 সংসারে উদাস হইয়া বেড়াইবেন । মাতৃভবনে কমল লুকাইয়। কাদে। নিশীথ কথা মনে পড়িতে লাগিল। কত জ্যোৎস্না । রাত্রি, কত অন্ধকার সন্ধা, কত বিমল উৰা জাগিতে লাগিল। সেই বাল্যকালের সহিত । তাছার ভবিষ্যৎ জীবনের অন্ধকারময় भङ्गভূমির তুলনা করিয়া দেখিলেন, সঙ্গী নাই, সহায় নাই, তাপ্রয় নাই, কেহ ডাকিয়৷ জিজ্ঞাসা করিবে না,কেহ তাছার মৰ্ম্মের দুঃখ শুনিয়া মমতা প্রকাশ করিবে না,অনন্ত আকাশে কক্ষচ্ছিন্ন জ্বলন্ত ধূমকেতুর ন্যায়,তরগাকুল অসীম সমুদ্রের মধ্যে ঝটিকা-তাড়িত একটি ভগ্ন ক্ষুদ্র তরণীর ন্যায়,একাকী নীরব ক্রমে দূর গ্রামের কোলাহলের অক্ষ ট ধ্বনি থামিয়া গেল, নিশীথের বায়ু আঁধার } বকুল-কুঞ্জের পত্র মৰ্ম্মরিত করিয়া বিষাদের গম্ভীর গান গাহিল। অমর গাঢ় অন্ধকারের মধ্যে, শৈলের সমুচ্চ শিখরে একাকী বসিয়া দূর-নিৰ্বরের মৃদ্ধ বিষয় ধ্বনি, নিরাশ হৃদয়ের দীর্ঘ নিশ্বাসের ন্যায় সমীরণের হু-হু | শব্দ, এবং নিশীথের মৰ্ম্মভেদী একতানবাহী যে একটি গম্ভীর ধ্বনি আছে তাঁহাই শুনিতেছিলেন। তিনি দেখিতেছিলেন, | অন্ধকারের সমুদ্র-তলে সমস্ত জগৎ ডুবিয়া । গিয়াছে, দ্বরস্থ শ্মশানক্ষেত্রে দুই একটি চিতানল জ্বলিতেছে, দিগন্ত হইতে দিগন্ত । পৰ্য্যন্ত নীরন্ধ, স্তম্ভিত মেঘে আকাশ অন্ধকার। সহসা শুনিলেন উচ্ছসিত স্বরে কে { कदिन “छाहे अभन्ने-बडे अमृङमा, cश्रु; সমুদ্র আলোড়িত হুইয়া উঠিল। ফিরিয়া ।