পাতা:ভারতী ১২৮৪.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: দেখিলেন কমল। মুহূর্তের মধ্যে নিকটে আসিয়া বাছপাশে তাহার গলদেশ বেস্টন করিয়া স্বন্ধে মস্তক রাখিয়া কহিল “ভাই - অমর"--অচল-হৃদয় অমরও অন্ধকারে অক্ৰ| বিন্দু বিসর্জন করিলেন,আবার সহসা চকি তের ন্যায় দূরে সরিয়া গেলেন। কমল অমরকে কত কি কথা বলিল, অমর কমলকে দুই একটি উত্তর দিলেন। সরলা আসিবার সময়ে যেরূপ উৎফুল্ল হৃদয়ে হাসিতে হাসিতে আসিয়াছিল, যাইবার সময় সেইরূপ ত্ৰিয়মাণ হইয়া কাদিতে কাদিতে চলিয়া গেল। কমল ভাবিয়াছিল, সেই ছেলেবেলাকার অমর ফিরিয়া আসিয়াছে, আর আমি সেই ছেলেবেলাকার কমল, কাল হইতে আবার খেলা করিতে আরম্ভ করিব। যদিও অমর মৰ্ম্মের গভীর তলে থাপি তিনি কমলের উপর কিছুই ক্রুদ্ধ হন নাই বা অভিমান করেন নাই। তাহার জন্য বিবাহিতা বালিকার কর্তব্য কৰ্ম্মে বাধা না পড়ে এই নিমিত্ত তিনি | তাহার পর দিন কোথায় যে চলিয়া গেলেন তাহ কেহই স্থির করিতে পারিল না। বালিকার স্বকুমার হৃদয়ে দারুণ বস্তু পড়িল ; অভিমানিনী কতদিন ধরিয়া ভাবি- | য়াছে যে, এতদিনের পর সে বাল্য-সখা অমরের কাছে ছুটিা গেল, অমর কেন তাহাকে উপেক্ষ করল ? কিছুই ভাবিয়া পায় { নাই। একদিন তাহার মাতাকে ঐ কথা { জিজ্ঞাসা করিয়াছিল, মাতা তাহাকে বুঝা o: इंग्रं দিয়াছিলেন যে, কিছুকাল রাজ-সভার fsętłfstö i ঐ মৰ্ম্মে লুকায়িত বাণ ধীরে ধীরে তাহার

  1. "

(ড়fরতী ভ্য ১২৮৪ s আড়ম্বর-রাশির মধ্যে থাকিয় সেনাপতি অমরসিংহ পর্ণকুটার-বাসিনী ভিখারিণী | ক্ষুদ্র বালিকাটিকে ভুলিয়া যাইবেন তাহতে | অসম্ভব কি আছে ? এই কথায় দরিদ্র বালিকার অন্তরতম দেশে শেল বিধিয়াছিল। অমরসিংহ তাহার প্রতি নিষ্ঠুরাচরণ করিল মনে করিয়া কমল কষ্ট পায় নাই । হতভাগিনী ভাবিত, আমি দরিদ্র, আমার কিছুই নাই, আমার কেহই নাই, আমি বুদ্ধিহীন ক্ষুদ্র বালিকা, তাহার চরণ রেণুরও যোগ্য নহি, তবে তাহাকে ভাই বলিব । কোন অধিকারে, তাহাকে ভাল বাসিব কোন অধিকারে, আমি দরিদ্র কমল, আমি । কে যে তাহার স্নেহ প্রার্থনা করিব ? সমস্ত রাfত্ৰ কঁদিয়া কাটিয়া যায়, প্রভাত হইলেই | সেই শৈল-শিখরে উঠিয়া ত্ৰিয়মাণ বালিকা কত কি ভাবিতে থাকে, তাহীর মৰ্ম্মের নিভূত তলে যে বাণ বিদ্ধ হইয়াছিল তাহ যদিও সে মৰ্ম্মেই লুকাইয়। রাখিয়াছিল, পৃথিবীর কাছাকেও দেখায় নাই, তথাপি হৃদয়ের শোণিত ক্ষয় করিতে লাগিল। বালিকা অার কাহারে সস্থিত কথা কহিত না, মৌন হুইয়া সমস্ত দিন সমস্ত রাত্রি ভাবিত, কাহারে সহিত মিশিত না, হাসিত না, কাদিত না; এক এক দিন সন্ধা হইলেও দেখা যাইত, পথ প্রান্তের বৃক্ষতলে মলিন । छिम अक्ष्ञ भूथं शैनिश फ़ौन-शैन कमल | বসিয়া আছে । বালিকা ক্রমে দুৰ্ব্বল ক্ষীণ হইয়া আসিতে লাগিল, আর উঠিতে পারে ন! ; বাতfয়নে একাকিনী বসিয়া থাকিস্ত, | ----------... --------- - iño ..