পাতা:ভারতী ১২৮৪.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f उज्ञउँौ उ] २२v8) जिण नियग्निांजि २० घर्भूह छलभभं कब्रिप्री রাখিতেছে।—ইহাতে তাহদের মনস্কামনা কিরূপে সিদ্ধ হইবে বুঝা দুষ্কর । কেন না মহাদেব জলমধ্যে নিমগ্ন থাকিয়া মনে করিতে পারেন, এ কি মহাপ্ৰলয় উপস্থিত—এই ভাবিয়া জলদের মুখ বন্ধ করিবারই বিধান করিবেন—অতএব এ উপায়ে হিতে বিপরীত ঘটিবার সম্ভাবনা । এদেশে বর্ষ আনিবার অার এক প্রথা আছে—সে কি না উজানী যাওয়া, অর্থাৎ এক দিবস নগর-বাসীগণ একত্র হইয়া নগরের বাহিরে গিয়া আহারাদি করিয়া থাকে । সে দিন কাহারো ঘরে উনান জ্বলে না। অলপ দিন হইল,আহমদ"বাদের কলেক্টর সাহেবের অনুমতিক্রমে সহরশুদ্ধ লোক সহরের বাহিরে উজানী করিতে গিয়াছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাহাদিগকে নিরাশ হইয় ফিরিয়া আসিতে হইয়াছিল। সেই অবধি বর্ষার নাম গন্ধও নাই । আকাশ যে নিরভ্র সেই নিরভ্র, ধরণী যে শুষ্ক সেই শুষ্কই রহিয়াছে। কয়েক দিবস হইল ইন্দোরে এই উজানী,মহা সমারোহে সম্পন্ন হইয়া গিয়াছে। মহারাজ হোল্কার সপরিবারে নগরবাসী জনগণ সমভিব্যাহারে ইন্দোর হইতে এক ক্রোশ দূর বানগঙ্গ নামক গ্রামে গমন করিলেন । রাজাজ্ঞা এই যে, সেখানে সমস্ত দিবস যাপন করিতে হইবে—কেহ ঘরে চুল জ্বালাইতে পাfরবে না--সকলে আপন আপন পাথেয় 蕭 t লইয়া নগরের প্রান্তে গিয়া আহারাদি করিবেন! আবাল ৰুদ্ধ বনিতা সকলে মিলিয়া -- দুৰ্ভিক্ষ | - তেছে। শৈব পল্লীত্বের রাষ্টর উদ্দেশে শিব | প্রায় ১৫••• লোক একত্র হইয়াছিল। ৱষ্টি v> | আহানোচিত পূজাদি কার্য সমাপন হইলে, মহারাজ নিজ হস্তে হল ধারণ করিয়া এক খণ্ড | ভূমি কর্ষণ করিলেন। মহারাণী কৃষক-পত্নী বেশে তাহার স্বামীর জন্য খাদ্য সামগ্ৰী স্বীয় বস্ত্রের অঞ্চলে বাধিয়া অনিয়া দিলেন । এক ক্ষেত্রে বসিয়া ভোজনাদি হইল। এই ব্যাপার দর্শন করিয়া ইন্দ্রদেব আর উদাসীন | থাকিতে পারিলেন না।—অপেক্ষণ পরেই মুষল-ধারায় বৃষ্টি আরম্ভ হইল ও রাজা প্রজা উল্লসিত চিত্তে গৃহে প্রত্যাগমন করিলেন । বোম্বাই ও মান্দ্রীজ অঞ্চলে ছুর্ভিক্ষের ষেরূপ প্রাদুর্ভাব হইয়াছে তাহাতে কি. বক্ষদেশ উদাসীন হইয় তাহার চিরস্থায়ী বন্দবস্তের ছায়ায় বসিয়া অগ্রাম করিবেন ?—এই কি উচিত ? ঘোর দুর্দশাপন্ন ভ্রাতৃ-ভগিনীগণের সাহায্যে কি একটুকু অগ্রসর হইবেন না ? বৰ্দ্ধমানধিরাজের ন্যায় লক্ষ পতিগণ এ বিষয়ে একটুকু মনে | যোগ করিলে অনেক লোকের প্রাণরক্ষা হয় । ] ইংলণ্ডে যে কয়েকটি বীরপুরুষ আপনাদের | প্রাণ সঙ্কটেও খনি-নিবন্ধ মুমূর্ষ লোকদিগকে খনি মধ্যস্থিত প্রাচীর বিদারণ করিয়া উদ্ধার করিয়াছিলেন, তাহদের পুরস্কার স্বরূপ অর্থ প্রেরণ করা উদারতার কার্য বটে, কিন্তু যিনি প্রকৃত দাত; তিনি প্রথমে ঘরের { লোকদিগের কষ্ট-নিবারণে যত্নশীল হই- { বেন। আমাদের স্মরণ রাখা কৰ্ত্তীর্য যে,– } শক্ত পরজনে দার্তা স্বজনে দুঃখজীবিনি। 1 মধ্যাপাতো বিশ্বাস্বাদ: স ধৰ্ম্মপ্রতিরূপকঃ ॥ - II,