পাতা:ভারতী ১২৮৪.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి * সম্পাদকের বৈঠক । gMAAAS AAAAA SAAAAAS SAAAAA S = ::صوضع، مبنصبعید ہr&منتانمیںم ,ي:w.ن..نټ-به،سينن-نيد.»نټ:ټننديده - (ভারতী ভ। ১২৮৪ দর্শন করিয়া, যদি বঙ্গীয় ধনাঢ্যগণ র্তাহা রক্ত বৃষ্টি। —মহাভারত রামায়ণে অনেক স্থলে রক্ত বৃষ্টির কথা উল্লিখিত ছইয়াছে, এবং ভারতবর্ষে সম্প্রতি ও অনেক বার রক্ত-রষ্টি হইয়া গিয়াছে। সংবাদপত্রে দৃষ্ট হইল-সে দিন হায়দ্রাবাদে রক্ত বৃষ্টি হইয়াছে এবং যশোহরেও দুই এক বার হইয়াছিল। হোমরেও রক্ত-রাষ্টর কথা লিখিত আছে, এবং ফ্ৰান্স ইটালী ও ইয়ুরোপের অন্যান্য অনেক স্থলে রক্তझक्कै হুইয়া গিয়াছে। বিজ্ঞানবিং পণ্ডিতেরা এই ঘটনার নিম্ন-লিখিত কারণ নি| র্দেশ করেন । ! নিকটবর্তী প্রদেশের লোহিতমৃত্তিক ঝড়ে উড়িয়া বৃষ্টির সহিত মিশ্রিত হয়; ইহাতেই বৃষ্টি লোহিত বর্ণ ধারণ করে এবং ইহাকেই { অজ্ঞ লোকেরা ঈশ্বরের ক্রোধ-সূচক রক্তবৃষ্টি মনে করে।” এ (Aix) নামক প্রদেশে { একবার এইরূপ লোহিত-বর্ণ কুষ্টি পড়ে ; }ধৰ্ম্ময়াজকের তাহার অলৌকিক কারণ o নির্দেশ করেন, কিন্তু মশিও ডিপেরেস্ক, # বিশেষ যত্নে বৃষ্টি-বিন্দু পরীক্ষা করিয়া দেখি, iয়াছিলেন। তিনি কহেন, সেখানে জুলাই -ബ്-ബ অনতিদূরে “জননীর ক্রোড় নীড়ে শিশু / গ্রস্ত জনপদের কল্যাণার্থে ব্যয় করেন শুকাইছে” এই দৃশ্যটি কম্পন-নেত্রে | তাহা হইলে তাহারা অনেক পুণ্য সঞ্চয় দের প্রভূত অর্থের স্বল্পাংশও অকাল রাহু । حساسی ممسنتتیسلام است تا این حد تتیسیسم-سسه সম্পাদকের বৈঠক। | করিবেন । প্রীস– মাসে অতিরিক্ত প্রজাপতির আবির্ভাব হুইয়াছিল এবং তাহাদেরই পক্ষ-রেণু রাষ্টতে মিশ্রিত হওয়াতে বৃষ্টির জল লোহিত বৰ্ণ ; হইয় যায়। ধূলিজাল কখন কখন এতদূর হইতে উড়িয়া আসে যে তাহ বিস্ময় জনক। ড্রোম অঞ্চলে যে রক্তরাষ্ট হয়, তাহা দ্বারা যে মৃত্তিক নিক্ষিপ্ত হইয়াছিল, ; তাহা ওজনে ১৯৯০০ মন । এই ধূলিজাল ১৩ই অক্টোবরে আমেরিকা হইতে রফতানি । হয় এবং ১৭ই অক্টোবরে ফ্রান্সে আসিয়া । পৌঁছায় ! এইরূপ রক্তিম বরফ-ব্লটিও - ইয়রোপে মাঝে মাঝে হইয়া গিয়াড়ে । বৃষ্টির সহিত মৃত্তিক মিশ্রিত হইয়া অনেক সময়ে ভূমিতে সারের কাজ করে । দুগ্ধবৃষ্টি -ইয়ুরোপের প্রাচীন লেখ কেরা অনেক স্থলে দুগ্ধস্কৃষ্টির কথা বলিয়া গিয়াছেন। এখনকার বৈজ্ঞানিকের বলেন, হয় ত খড়ি মিশ্রিত মৃত্তিক দ্বার স্তুষ্টি এই রূপ শ্বেত হইয়া গিয়াছিল। ডায়ন ক্যাধিয়স্ একরূপ রাষ্টর কথা বলেন, তাহ দেখিতে । ছুগ্ধের মত শ্বেত-বর্ণ। এই কৃষ্টি যে সকল তাম্র-পাত্রে ও তাম্র-মুজায় পড়িয়ছিল, {