পাতা:ভারতী ১২৮৪.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

# ভারতী ভt ১২৮৪) -- সম্পাদকের বৈঠক। ఫిషి लिन দিন ধরিয়া তাহদের বর্ণরৌপ্যের মত झिरुन् । ফুমারিয় বলেন, যদি তাহা সত্য হয় তবে নিশ্চয় পারদ বৃষ্টি হইয়াছিল, কিন্তু কি করিয়া এইরূপ ঘটনা হইল তাহার কোন বৈজ্ঞানিক কারণ নির্দেশ করা যায় না । পুষ্টিকর খাদ্য-বৃষ্টি –* এক >brab" খৃষ্টাব্দে পারস্যের কোন বিশেষ প্রদেশে লিচেন জাতীয় এক প্রকার উদ্ভিজ্জবৃষ্টি হইয়াছিল, তদ্বারা ভূমির পাঁচ ছয় ইঞ্চি আচ্ছন্ন হুইয়া যায় ; গো মেমাদি জন্তুরা তাহ অতিশয় তৃপ্তি-পূর্বক ভক্ষণ করিয়াছিল, এমন কি, সেখানকার অধিবীসীরা তাহ দ্বারা রুটি প্রস্তুত করিয়াছিল । মুষেনব্রোয়েক বলেন, ১৬৭৫ খৃস্টাব্দে আয়ার্ল্যাণ্ডে একবার বসা-বৃষ্টি হইয়াছিল। গন্ধক-বৃষ্টি । —সাধারণ লোকে রক্ষ বিশেষের, বিশেষতঃ কেলু ও নটু ব্লক্ষের পুষ্পরেণুরটিকেই গন্ধক রাষ্ট বলিয়া মনে করে। এই রেণু সকল বায়ু দ্বারা বহু দূর । হইতে আনীত হয় । সময়ে সময়ে আগ্নেয় পৰ্ব্বত হইতে গন্ধকীয় পদার্থ চালিত হইয়া | প্রকৃত গন্ধক বৃষ্টিও হইয়াছে। নরওয়েতে দুই একবার যে গন্ধক-বৃষ্টি হইয়াছিল তাহার কারণ নিকটবর্তী আইসল্যাণ্ডস্থিত আগ্নেয় পৰ্ব্বত এবং নেপলসের গন্ধক-বৃষ্টির কারণ ভিসুভিয়স আগ্নেয় পৰ্ব্বত । শুষ্ক পত্র-বৃষ্টি । —১৬৯ খৃঃ অব্দে এপ্রিল মাসে ১১টা বাজিয়া দশ মিনিটের সময় ফুন্সের অট্রেস প্রদেশে মশিও জ্যালোয় শুষ্ক ওক-পত্ৰগৃষ্টি দেখিয়াছেন। ইহার কারণ-৩রা অপ্রিলে একটি প্রচণ্ড করিয়া যখন পত্নপাল-দল উড়িতে থাকে | ঝড়ে ছিন্ন বিচ্ছিন্ন ওকপত্রগুলি বায়ু বলে । আকাশের উচ্চ প্রদেশে নীত হয়, এবং বায়ুর পরাক্রমে ৩ দিন ক্রমান্বয়ে সেখানে ছিল, বায়ু শান্ত হইলেই আবার ভূমিতে পতিত হয় । কমলা লেবু বৃষ্ট্রি –১৮৩৩ খৃস্টাব্দে জুলাই মাসে নেপলসের সমীপস্থ পসিলিপাসে এক জলস্তম্ভ উঠিয়া তীরস্থ দুইটি বৃহৎ কমল লেবুর চাঙ্গার লুঠ করে, অবশেষে পুনরায় কিছু দূরে তাহা বর্ষণ করে। জীবন্ত প্রাণী-বৃষ্টি।— জল স্তম্ভ,পুষ্ক রিণী হইতে মৎস্য ধরিয়া কখন কখন তাহণ বর্ষণ করে। পেলুটিয়ে বলেন, একটি জল-স্তন্ত র্তাহার মস্তকের উপর ভেক নিক্ষেপ করিয়াfছল । স্যাভয়ের অন্তভূত আরাচিতে ১৮৬৯ খং অব্দে ৩ রা জানুয়ারিতে সাৰ্দ্ধ চারি ঘণ্টার সময় বরফ পড়িতে আরম্ভ হয়, সেই বরফের সঙ্গে অসংখ্য কীট-ডিম্ব ও গুটিপোক। পাওয়া গিয়াছিল। তিসো বলেন ১৮৫৪ খৃঃ অব্দে টুরিণের শস্যক্ষেত্রে প্রচণ্ড ঝটিকায় সহস্ৰ সহস্র জীবিত কীট আসিয়া পড়িয়াছিল। এই জাতীয় কীট সার্ডিনিয়া ভিন্ন অন্য কোন স্থানে জন্মে ম{ | - Y - পঙ্গপাল-বৃষ্ট্রি –এই পঙ্গপাল-দল | শস্যের দারুণ অনিষ্ট করে। বায়ুবলে আনীত হুইয়া যে দেশে একবার পদার্পণ করে, সেখানকার উর্বর ক্ষেত্র একেবারে মরুভূমি হইয়া যায়। সূৰ্য্য-মণ্ডল আচ্ছন্ন __**