পাতা:ভারতী ১২৮৫.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छांद्वर्डौ अ॥ s२va ) Tরলিয়া | -- >")@ | ক্লান্ত রসিয়াকে শান্তি প্রদান করে । রূরিকের চারি পুত্র হয় ; রূরিকের মৃত্যুর পর চারি ভ্রাতা বিজিত দেশকে চারি সমান ভাগে ভাগ করিয়া লয়। কালক্রমে ইহাদের মধ্যে সৰ্ব্বকনিষ্ঠ রুস অন্য তিন জনকে রাজ্যচুতি করিয়া সমস্ত রাজ্যের অধীশ্বর হইল। ইহারই নাম হইতে রুসিয়া নামের উৎপত্তি। কিন্তু সমস্ত রুসিয়া কখন, রুসের অধীনে ছিল না, ইহার সময়েও অনেকগুলি গর্ভজাতি ছিল, এবং ইহার বংশ হইতেও দুই চারিটি গর্ভজাতির উৎপত্তি। এইরূপে ক্রমে ক্রমে রুসিয়ার অনেক গুলি ক্ষুদ্র ক্ষুদ্র সংস্থান স্থাপিত হইল, ইহাদের প্রত্যেকের রাজা রূরিকের বংশোদ্ভব বলিয়া পরিচয় দিতেন । অনেক রাজপুত রাজাও ঐরূপ রামলক্ষণের বংশোৎপন্ন । ত্রয়োদশ শতাব্দীতে সুপ্রসিদ্ধ জঙ্গীশ খী ভিন্ন ভিন্ন মোগলু দলের একতা সম্পাদন করিয়া তাহাদিগকে নিয়মবদ্ধ করেন । এই বৌদ্ধমতাবলম্বী মোগলের এসিয়ার অধিকাংশ লুটপাট করিয়া ইয়ুরোপে পর্যন্ত প্রবেশ করে। জঙ্গীশ খাঁ চীনদেশের প্রাচীর উল্লঙ্ঘন করিয়া অৰ্দ্ধেক দেশ জয় করেন,তৎপরে সেনাপতিদিগের উপর অবশিষ্টাংশ জয় করিবার ভার অর্পণ করিয়া পশ্চিমাভিমুখে যুদ্ধ যাত্রা করেন। এরূপ o রূপ কমিসরিয়ট বন্দোবস্তষ্ট্রকরিতে হয় না, মেষের পালই তাছাদের যথাসৰ্ব্বস্ব, স্বতরাং পথে ইহাদের বিশেষ বাধা ঘটে না। অতি অপকাল মধ্যেই এই তাতার দল রুলিয়ায় ... _ __ -------- ساتسن عیتخت অসভ্য জাতির যুদ্ধযাত্রা করিতে হইলে কোন --- আসিয়া হত্য ও দাহনকাণ্ড অগ্রস্ত করিল, 'lf. এবং অৰ্দ্ধ শতাব্দী মধ্যে তাতার সাম্রাজ্য উত্তর মহাসাগর হইতে হিমালয়ের উত্তর সীমা পৰ্য্যন্ত ও কার্পেথীয় পৰ্ব্বতশ্রেণী | হইতে এসিয়ার সর্বপশ্চিম সীম পর্য্যস্ত | বিস্তৃত হইয়াছিল। রুসিয়ার পনফটুসি নামক গর্ভজাতি ইহাদের দ্বারা সর্বপ্রথমে আক্রান্ত হয় ; ঐ জাতির রাজা আক্রমণ কারাদিগকে দূর করিবার জন্য গ্যালিসিয়ার অধিপতি সাহসী মিটিস্ল্যাকের নিকট সাহায্য প্রার্থনা করিয়া দূত প্রেরণ করেন । মিষ্টিস্ল্যাক একজন বুদ্ধিমান লোক ছিলেন। তিনি বুঝিলেন যে, যে শত্রু আজ উহাদিগকে আক্রমণ করিয়াছে, কাল তাহারা তাহাকে আক্রমণ করিবে । তদনুসারে বিবাদ অসত্ত্বে ও তিনি আক্রান্ত জাতিকে সাহায্য করিতে প্রস্তুত হইলেন, এবং অন্যানা রাজার নিকট সহযোগিতার প্রার্থনা করিলেন । র্তাহার মন্ত্রণায় অধিকাংশ রুসীয় জাতি এক-চিত্ত হুইয়া বিদেশীয় শত্রুর সহিত যুদ্ধে প্রয়ত্ত হইল,কিন্তু তাতারদিগের কর্তৃক কালকা • নদীর উপকূলে সম্পূর্ণরূপ | পরাভূত হইল। কিন্তু বিজেতৃবর্গ তাহা দের জয়ের সম্পূর্ণ ফল গ্রহণ না করিয়াই । স্বদেশে ফিরিয়া গেল। ইহার তের বৎসর পর পর্য্যস্ত রুসিয়ায় ইহাদের আর কোন ংবাদ পাওয়া যায় না । এই সময়ের পর আবার রসিয়ায় তাতার অভু্যপাত হয়। রুসীয়গণ এই অকস্মাৎ উপস্থিত জাতির } বিষয় কিছুই বুঝতে না পারিয়া নানারূপ }

  • এই নদীটি এজভ সাগরে পতিত হইতেছে। -