বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতী ১২৮৫.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

線毀總 unswmsanas سياسي ميسيسيبي بي سيسيبيين | "SN9\وا - রুসিয়া । - ভারতী অ৷ ১২৮৫ অকুমান করিতে লাগিল। রুলিয়ার প্রাচীন সাধারণ কবিতা সমূহে বর্ণিত আছে যে হঠাৎ পুৰ্ব্বদিক হইতে ৰিকটাকার ভীষণ { একজাতি আসিয়া উপস্থিত হয়; ইহার শয়তানের পুত্র; হত্য, দাহন ও দাসত্বে আনয়নই ইহাঙ্গের একমাত্র কার্য্য, রুলীয়দিগের কোন মহাগুরুতর পাপের প্রায়শ্চিত্তের জন্য ইহরা শাস্তিরূপে বিহিত হই द्मftछ् । এই সময়ে এবং ইহার বহুকাল পয় পর্য্যস্ত রুসিয়া হইতে এত লোক দাসরূপে বিক্রীত হুইবার জন্য দেশ দেশাস্তরে প্রেরিত হইয় ছিল যে রুসীয় জাতিদিগের সাধারণ শ্লেভ (Slave) নাম হইতে ইংরাজি ও অন্যান্য ভাষায় ক্রীতদাসের একটি নাম শ্লেভ(Slave) হইয়া উঠিলষ্ট। কালক্রমে রুসিয়ার অধিকাংশ তাতারদিগর হস্তগত হয়। এই সময়ে ঐ জাতি মুসলমানধৰ্ম্ম অবলম্বন করে । তাতার! দিগের সুবর্ণ wat (Golden Horde) zit-of দলের র্থ রুসিয়া সম্রাট বলিয়া পরিগণিত হইল এবং রুসিয়ার সমুদয় ক্ষুদ্র রাজগণ করপ্রদ হইল। এই সময় হইতে মস্কোর

  • It must not be thought that the word slave, as the name of a people comes from slave in its common sense of a bondman. It is just the other way, for this word slave got its sense of bondman because of the great number of bondmen of Slavonic birth who were at one time spread over all Europe.–Freeman's Generał Sketch | of History, p. 15.

রাজবংশের প্রাধান্যের সূত্রপাত ; ইহাদের সহিত তাতার রাজাদিগের আদানপ্রদান চলিতে লাগিল এবং অন্যান্য রাজাদিগের নিকট হইতে প্রাপ্য কর আদায় করিবার ভার র্থ ইহাদের উপর অর্পণ করিলেম । এই ক্ষমতার অন্যায় ব্যবহার দ্বারা উক্ত রাজবংশ প্রভূত বলশালী হইল, পরে তাঁতার রাজ্য ছিন্ন ভিন্ন হইলে ইহারা তাহাদিগকে দেশ হইতে বহিস্কত করিয়া দিল,এবং পরিশেষে দেশের অন্যান্য প্রতিদন্দী রাজাদিগকে পরাভূত করিয়ারুসিয়ার Tsar হইয়া উঠিল। এই সময়ে মস্কোধীরদিগের একটি অতি লোমহর্ষণ নৃশংস ব্যবহার বর্ণিত আছে । নিঝনি নগর মম্বোবীরদিগের কর্তৃক অধিকৃত হইবার সময় স্বদেশস্থা ধীনত-রক্ষক তিনশত নাগরিক লোক নিকটস্থ নদীর সেতুর উপর হইতে নীচের জলে নিক্ষিপ্ত হয় । ইহাদের মধ্যে যাহারা সস্তরণ করিয়া কূলে উঠিবার চেষ্টা করে তাহারা কূলে ও নৌকায় অবস্থিত সৈনিকদিগের কর্তৃক হত হয়। এখনও এই সে তুর নীচের জল অতি কঠোর শীতেও তরল থাকে। সাধারণ লোকেরা এই নৈসর্গিক ! ঘটনাটি সেই স্থানে মৃত লোকদিগের প্রে- { তাত্মার উপর আরোপ করে। এই ঘটনার ! স্মরণার্থ একটি স্থহৎ প্রস্তরখণ্ড অদ্যাপিও | নিঝনিতে রক্ষিত আছে । অপকাল মধ্যে } অপর সকল রাজা মস্কোর রাজপরিষদপদ । গ্রহণ করিতে বাধ্য হইল । હરે মস্কোধীর রাজবংশ এখনও রুসিয়ার সিংহাসন অধি কার করিয়া রহিয়াছে। অনেক কাল পর্যন্ত