পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একিলিজের মহাক্ৰোধ বৰ্ণনা কর " সুতরাং দ্দশ্য। কিন্তু সে ক্রোধের কারণ কি ? ব্রাইসিসকে জাগামেম্নন কাড়িয়া লইয়া, | ছিলেন বলিয়াই আগামেম্ননের উপর একিলিজের মৰ্ম্মান্তিক ক্রোধ হয় এবং এই ক্ৰোধ ভরেই তিনি গ্রীকদিগকে পরিত্যাগ করিয়া গিয়াছিলেন। তাহার অনুপস্থিতিতে ট্রোজানের গ্রীকদিগকে ক্রমাগতযুদ্ধে পরাজিত করিতে লাগিল, শেষে গ্রীকের নিতান্ত অসহায় হইয়া পড়িলে তাহীদের প্রধান প্রধান রাজা ও মহৎ ব্যক্তিরা একিলিজকে ফিরাইয়া আনিবার জন্য অনুনয় করিতে গেল, কিন্তু তবুও একিলিজ ফিরিলেন না। { তাহার পর তাহার প্রিয় স্বছৎ প্যাটোকোলস ট্রোজান-যুদ্ধে নিহত হন। এই | সংবাদে একিলিজ ক্রোধান্ধ হইয় গ্ৰীকদলে ফিরিয়া গেলেন ও তাহার স্বহৃৎ-হস্ত হেক্টরকে বধ করিলেন। একিলিজ যখন গ্ৰীক দলে । rরিয়া আসিলেন তখন তাহার পূর্বক্ৰোধ-পত্ত্বি স্লাগামেম্নন তাহার নিকটে সকল দোষের মার্ক্সন চাহিলেন ও ব্রাইসিস্কে প্রত্যপণ করিতে পর্যন্ত স্বীকার করিলেন। এই খানেই অর্থাৎ উনবিংশতি ऋ उच्छाब आबद्ध रुनाडा गरशभिउ হইল। তবে আর বাকী পাঁচটি স্বর্গের আবশ্যকতা কই ? যে ক্রোধ বৰ্ণনা করিতে কবি প্রতিজ্ঞা করিয়াছিলেন, সে ক্রোধের শান্ত হইতে উপশম পৰ্যন্ত সকল কথাইত বিৱত করা হইল—তবে হেক্টরের মৃত্যু +. - ጙ একিলিজের ক্ৰোধ বৰ্ণনা করাই ইলিয়াডের একিলিজ-কর্তৃক যুদ্ধে বন্দীকৃত । স্বরূপ । বঙ্গসাহিত্য । - -

  • (उबडीत शब्द

আমরা কোন প্রসঙ্গে ইলিয়াডে পাই ? এইরূপ অপ্রাসঙ্গিক বলিয়াই হেক্টরের | মৃত দেহ লইয়া একিলিজের জঘন্য ব্যঞ্চ } হার অধিকতর জঘন্য বোধ হয় । আগ- { মেমননের উপর একিলিজের বিজাতীয় | ८खांथ लट्टेग्नां भशंकांदा श्रांब्रख श्ला 4द१ | নির্দোষী হেক্টরের দারুণ দুর্দশ লইয়া | মহাকাব্য সমাপ্ত হইল, এ কতদূর যুক্তিসঙ্গত বলিতে পারি না । { তৃতীয়তঃ, উপন্যাসোত্ত ব্যক্তি বিশেষকে । ধরিলেও ইলিয়াড় অপেক্ষ রামায়ণের | শ্ৰেষ্ঠতা প্রতীয়মান হয়। কিন্তু এস্থলে । প্রত্যেক ব্যক্তির প্রকৃতি সমালোচনা করা | আমাদের সাধ্যাতীতঃ আমরা কেবল ইলি- | য়াডের নায়ক একিলিজের সহিত রামের তুলনা করিয়া দেখিব। সকলে যদি এইটি ! স্বীকার করেন যে, মহাকাব্যের নায়ক কোন বিশেষ অথবা মহৎগুণের আদর্শস্থল হইবে, i তাহা হইলে ইলিয়াডের নায়ক অপেক্ষা কোন মহাকাব্যের নায়ক আর নিকৃষ্টতর হইতে পারে না । সমরে দুদ্ধৰ্ষত ব্যতীত ! একিলিজের আর কোন গুণই নাই । তিনি } যেমন উদ্ধত তেমনি নৃশংস, যেমন | নির্যাতন-প্রিয় তেমনি কোপন-স্বভাব । ] જીન સૌદરજ્ઞ જીને, હ সকল গুণ একিলি- } জেই শোভা পায় । কিন্তু এ সকল গুণ বীরেতে শোভা পাইলেও হেক্টরের ট্র মৃতদেহ লইয়া একিলিঙ্গ যেরূপ, ಘet - লের ব্যবহার করিয়াছিলেন उाश श्राप्त - করিতে গেলে তাহার প্রতি আর তিলমাত্র }