বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w ভারতী বৈ ১২৮৫ ; পরাজিত ও মৃত প্রতিদ্বন্দীর প্রতি সেরূপ ব্যবহার করিতে পারেন না । যে হেক্টরের অপ্রতিহত শৌর্য্যে গ্রীকের বিপৰ্য্যস্ত হইয় পড়িয়াছিল; গ্রীকদের ইস্ত্রাণী, বিশ্বকৰ্ম্ম এবং রণদেবী মিনরা সকলে মিলিয় একিলিজকে সহায়তা না করিলে যে হেক্টর একিলিজের কাছে কখনই পরাভূত হইতেন না ; একিলিজের নিকট যে হেক্টরের এইমাত্র অপরাধ হইয়াছিল যে তিনি স্বদেশ রক্ষার্থ স্বদেশ বৈরি পেটকোলসকে ন্যায় যুদ্ধে নিহত করিয়াছিলেন, সেই হেক্টর আজ পরাভূত হইয় একিলিজের হস্তে বন্দী হুইয়াছেন এবং আসন্ন কালে বিজেতাকে কাতর স্বরে বলিতেছেন—“আপনার আত্মার | দোহাই, আপনার জন্মদাতার দোহাই, আ | মার এই কাতর ভিক্ষার পবিত্রতার দোহাই, আপনি আমাকে আপনাদের গ্রীস্দেশীয় শৃগাল কুকুর দিয়া ভক্ষণ করাইবেন না, আমার পিতামাতার শোকশাস্তি হেতু আ| মার অস্তিম সৎকার করাইবেন, তাহদের বহুমূল্য উপহার সকলের বিনিময়ে" আমার দেহের জন্য আমি যেন একটি ভস্মধারও { প্রাপ্ত হুই এবং হেক্টরের দেহাবশেষ যেন হেক্টরের দেশেই নিহিত হয়।” এই কাতর উক্তির উত্তরে একিলিজ সদৰ্পে এবং স ক্ৰোধে বলিলেন—“রে অভিশম্পাত-গ্রস্ত ীি হতভাগ্য। তাহা কখনই হইবে না। আমার জন্মদাতার দোহাই, তোর কাতর ভিক্ষার পবিত্রতার দোহাই—অামি কোন দোহাই ७निव मा, ७गन कि, आभाब्र हेन्इ दग्न বঙ্গসাহিত্য । ভক্তি হয় না। প্রকৃত বীর পুরুষ কখনই | - তোর মৃতদেহ ছিন্ন-ভিন্ন করি। কিন্তু না, | সেই শৃগাল কুকুরের হুস্তেই তোর মৃতদেহ হইলে একিলিজ তাহার মৃতদেহ নিজ বি- { লিজের আচরণ একিলিজের জয়ন্ধপইছইরা: o I * আমার দেশীয় শৃগাল কুকুঞ্জের সঙ্গে আমিও সমৰ্পণ করিব?" - তাহার পর হেক্টরের মৃত্যু জয় রথের চাকাতে বাধিয়া পেটুকলরে সমাধিমন্দিরের চতুর্দিকে তিনবার প্রদক্ষিণ : করিলেন । এই কি প্রকৃত বীরের উন্নত মন, এই কি প্রকৃত বীরের উদারতা ! আ- } মর রামের প্রকৃতির সহিত একিলিজের } প্রকৃতির তুলনা করিব না ; কেন না, এমন ছুই ভিন্ন প্রকৃতির মধ্যে কোনরূপ সোসাদৃশ্য থাকিতেই পারে না । কিন্তু এস্থলে একট বিখ্যাত লেখকের গুটিকতক কথা জা: | মর সমালোচনা না করিয়া থাকিতে পারি { না। মনিয়র, উইলিয়ামস তাহার ভারতীয় ; মহাকাব্য প্রসঙ্গে বলিয়াছেন “রামের চরিত্রে প্রায়ই কোন দোষ লক্ষিত হয় না, 1 কিন্তু এই দোষ-শূন্যতাই আমাদের পক্ষে } কষ্টকর। নানা দোষ-সম্বলিত হইলেও একি- } লিজের প্রকৃতি যে রামের প্রকৃতি অপেক্ষ } কতদূর স্বাভাবিক তাহ বলা যায় ন; i { হেক্টরের মৃহদেহ লইয়া একিলিজ ধে কঠোর } নৃশংস ব্যবহার করিয়াছিলেন তাহ সম্ভৱ: { পর, কিন্তু পরাজিত রাবণের প্রতি রামু } যে উদার ব্যবহার করিয়া ছিলেন তাহ তত ; সম্ভবপর বলিয়া বোধ হয় না ।” o পাশ্চাত্য সমালোচকের কথা আমরা { শিরোধার্ঘ্য করিতে পারিলাম না। স্বীকার } করি যে হেক্টরের মৃত দেহের প্রক্তি একি{