পাতা:ভারতী ১৩১৮.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e ట్ర ৬০ হাজার সৈন্তের অধিপতি প্রবল প্রতাপান্বিত জাফর আলি যদি সৈগু সামস্তহীন বালককে কর বা উৎকোচ প্রদান করেন, তাহা হইলে লোকেই বা তাহাকে কি মনে করিবে ? সাহাজাদার ৩০ সহস্ৰ লৈষ্ঠ থাকুক না কেন ইচ্ছা করিলে অত্যন্ন সংখ্যক ইউরোপীয়, সৈন্ত ও কয়েক সহস্ৰ সিপাহী দ্বারা ক্লাইব সাজাদাকে দূরীভূত করিতে পারবেন। এই আশ্বাসে মিরজাফর নিশ্চিন্ত হইলেন। এ দিকে সাজাদাও ইংরাজের অনুগ্রহ লাভের জন্ত নিশ্চেষ্ট ছিলেন না । যাত্রা করিবার অব্যবহিত পরেই প্রবল প্রতাপান্বিত শালাবৎজঙ্গের নিকট অনুগ্রহণকাজক্ষয় সাজাদ। অনুচর প্রেরণ করিয়াছিলেন। “পৃথিবী হইতে কণ্টক উদ্ধার করিলে যেরূপ পুষ্পবৃক্ষের উন্নতি হয় তদ্রুপ তিনি দুষ্কৃতকে শাসন করিয়া মুকুতকে পুরস্কৃত করিতে চাহিয়াছিলেন । ক্লাইব বাদসাহের ওঁমারই তজ্জন্ত তিনি ক্লাইবের সাহায্য প্রার্থনা করিলেন এবং কণ্টকোদ্ধারে সাহায্য করলে সাজাদ। ক্লাইবকে ও কোম্পানীকে ইচ্ছানুযায়ী পুরস্কৃত করিবেন এইরূপ সংবাদ প্রেরণ করিলেন । এতজুত্তরে ক্ল{হব সাজদার অনুচরগণকে পুনরায় তাহার নিকট আসিতে নিষেধ করিলেন এবং আদেশ অমান্ত করিয়া যদি তাহারা পুনৰ্ব্বার তাহার নিকটে আইসে তবে তাহাদের প্রাণদণ্ড কারবেন এইরূপ বলিয়া দিলেন । সাজাদাকে জানাইলেন যে সম্রাট ৰদিও তাছাকে ৬ হাজারী মনসবদারী পদে নিযুক্ত করিয়াছেন এবং সে জন্ত যদিও তিনি সম্রাটের আদেশ পুলিনে ৰাধ্য কিন্তু সাজাদার শুভাগমন সংবাদ বখন বাদশাহ ৰ৷ ভারতী । তাহাঁদেরই . জ্যৈষ্ঠ, ১৩১ উজীর কেহই তাণকে জানান নাই"তঃ তিনি সাজাদার সহিত যোগ দান করিতে তাহার আদেশ পালনে অক্ষম। সাজাদার আদেশ প্রতিপালন না করিব অন্ত কারণও ছিল । ইতিমধ্যে মিরজাফ দিল্লি হইতে সমাটের এক আদেশ প্রা "সাজাদা কুলোকের পরাম। পূৰ্ব্বাঞ্চলে আক্রমণ করিতে যাইে ছেন । ইহাতে রাজ্যের যথেষ্ট ক্ষতি হই, এবং সেই জন্ত মীরজাফর যেন পত্রপ পাটনায় যাইয়া সাজাদাকে বন্দী করেন এ সাজাদার সাহায্যকারী ও পরামর্শদাতাগণে শাসন করেন । * অবগু এ আদেশ ন পেীfছলে ও ক্লাইব যে সাজাদার পক্ষাবলম্ব করিতেন না ইহা নিশ্চিত। তবে মিরজাফরে ইহাতে সুবিধা হইল। বাদশাহের পত্রথাf যদিও উজীরের লিখিত কিন্তু তত্ৰাপি । আদেশ প্রাপ্ত হইয়া মিরজাফর সাজাদাবে আক্রমণ করিতে আর কোন ও দ্বিধাবে করিলেন না । সাজাদা ও ক্লাইবের অসম্ম} স্বচধপত্র পাইয় ফরাশ ট্রার লকে তাঙ্গ{ পক্ষাবলম্বনে অনুরোধ করিলেন । ল তথ্য বুন্দেল খণ্ডের রাজার অধীনে কাৰ্য্য করতে ছিলেন । ১৭৫৯ সনের ২৫শে ফেব্রুয়ারী তারিখে ৪৫০ শত গোর ও ২৫০০ সিপাহী মুর্শিদাবা অভিমুখে মাত্রা করিয়া মাচ্চ মাসের প্রথম ভাগেই মুর্শিদাবাদ পৌছিল। তথায় নবাবকে আশ্বাস প্রদান ও অন্তান্ত বন্দোবস্ত করিয়া ক্লাইব ও ছোট নবাব ১৩ই মার্চ মর্শিদ্বাৰা পরিত্যাগ করিলেন। ইতিমধ্যে সংবাদ পৌছিল যে সঞ্জাদ কৰ্ম্মনাশা পার হইয়া পাটন হইলেন,