পাতা:ভারতী ১৩১৮.djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫৭ বর্ষ, তৃতীয় সংথ্যা । gনাই তাছার জীবনের শেষ রজনী । কুশের যন্ত্রণ, রক্তমাংসের দেহ কিরূপে বহন করিবে এই ভাবনা তাহার চিত্তকে চঞ্চল করিয়াছিল। যে প্রার্থনাকে তিনি জীবনের একমাত্র সম্বল করিয়াছিলেন, আজ সেই প্রার্থনার সাহায্যেই অস্তরে বললাভ করিবার গুন্ত এই নির্জন প্রদেশে উপস্থিত হইয়াছেন । য়ামিনীব অন্ধকার পোহাইতে না পোহাইতে ইস্কেরিয়ট পঞ্চবিংশ মুদ্রার লোভে এক মশাল হস্তে সেই উদ্ধানে প্রবেশ করিয়া, মানবকুলের হিতৈষী, বিনয়ের অবতার, ভক্তচূড়ামণী যীশুকে শক্রহস্তে তুলিয়া দিল । প্ৰায়লেটের বিচারে রোমান আইন অমুসারে উঠিার প্রাণদণ্ডের আজ্ঞা প্রদত্ত হইল । ইণ্ড শকাষ্ঠে আবদ্ধ গুইলেন। খুষ্ঠানদিগের পরিত্রীত। যীশু ও এ সময় যথার্থ রক্তমাংস বিশিষ্ট মানবের গুiয় এই কথা বলয় ছিলেন, “পরমেশ্বর ! তুমি কি এখন মহাত্ম৷ খৃষ্ঠের একটি উপদেশ । ২২৯ আমায় পরিত্যাগ করিলে ?” কিন্তু পেরেকের আঘাতে বক্ষস্থল হইতে যখন দরদর ধীরে রক্ত বহিয়া যাইতে লাগিল, তখন ছত্যকামীদিগের জন্ত এই বলিয় প্রার্থনা করিলেন, “পিতঃ ! ক্ষমা কর, ইহারা জানে না যে ইহার কি কাৰ্য্য করিতেছে।” যিনি জীবনে মানব-প্রেমকেই একমাত্র নিয়ামক করিয়াছিলেন, আজ জীবনের অন্তিমকালে সেই কথা উচ্চারণ করিয়াই প্রেমের জয় ঘোষণা করিয়া গেলেন । এমন লোকের চরণে হৃদয়ের প্রীতির কুসুম অর্পণ না করিয়া কি ক্ষাস্ত থাকা যায় ? না করিলে মানবের মঙ্গুষ্যত্ব থাকে না – জাতীয় গেীৰব বৃদ্ধি হয় না। তবে દુર કરે ; প্রাস্ত মানব তাহাকে মহান পরমেশ্বরের সিংহাসনে বসাইয় তাহারই প্রকৃত গৌরববিস্তারে বিঘ্ন উপস্থিত করিয়াছে । ঐশশিভূষণ বসু । মহাত্ম৷ খৃষ্টের একটি উপদেশ। মহt খুষ্ট উtহার শিধ।দিগকে স্বন্দর ছোট ছোট গল্পে উপদেশ দিতেন । তিনি এক সময় তাহীর শিমাদিগকে সম্বোধন করিয়া বলতেছেন, "কোন নগরে সাতটি হুমতি ও সাতটি কুমতি ষ্ট্রলোক থাকিত। তাছার ***न जमिन ‘श्रश्न ७क दब्र पाइcडtइन।' * Siनw शशबाs $ बtजब गरुिड याहेशद्र "ধ কারণ। সুমতি স্ত্রীলোকগুলি অগ্র হইতে so প্রতীক্ষা গন্তব্য স্থানে বসিয়া রহিল। * কুমতি স্ত্রীলোকগুলি জুবিল, वtतत्र আসিতে অনেক বিলম্ব হইবে, ততক্ষণ একটু ঘুমাইয়া লইন কেন ? দোকান ত নিকটেই, বর আসিবার কিঞ্চিৎ আগ্ৰে উঠিয় ভৈল, প্রদীপ প্রভৃতি কিনিলেই চলিবে । এইরূপ ভাবিয়া তাহারা, মুমতিদের পার্থে শয়ন করিয়া শীঘ্রই ঘুমাইয়া পড়িল। এদিকে বরের বাজনার শব্দ শুনা গেল, মুমতি স্ত্রীলোকের প্রদীপ উস্কাইয়া ব্যগ্র হইয়া বসিয়া রহিল, কুমতি স্ত্রীলোকেরা বাদ্যশল্পে উঠিয়া দেখিল বে বর অতি নিকটে—তখন তাহারা মুমতি স্ত্রীলোকগুলিকে * বলিল, “ভাই তোমরা