পাতা:ভারতী ১৩১৮.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रै छ o করিলেন, “ওষুধ দেবার আগে একটু দুধ খাওস্থাতে হবে বুঝি ?” শিবানী অৰ্দ্ধাবগুণ্ঠনান্তরালে চাহিয়া দেখিল,—মিঃ রায় ঔষধের গ্লাশ লইয় তুtহাদের দিকে অগ্রসর হইতেছেন। সে কম্পিত বক্ষে অবসন্ন পাছখানাকে জোর করিয়া টানিয়া লইয়া দুধ গরম করিয়া আনিতে পাশের ঘরে চলিয়া গেল। তাহার নবজীবনের আশা উৎসাহ আলোকে ও পুলকে প্রথম অরুণকিরণসংস্পর্শে নিৰ্ম্মল নীহারবিন্দুর মতই ঝলমল করিয়া উঠিতেছিল। যদিও মাথার উপর নীলু নীরদমালা আসন্ন ঝটিকার বিপুল উদ্যমে সংহার মুক্তিতে সাজিয়া উঠিয়াছে, 'বাঁচিমালাসংক্ষুব্ধ জীবনয়মুদ্র উত্তাল হইয়া গ্রাস করিতে আদিতেছে তথাপি সেই মৃত্যুর স্বরে আজ-জীবনের রাগিণী মিলনের মহান "সঙ্গীতই গাহিতেছিল। • বহুদিনের ক্লাস্তিতে অবসর, ভাবনায় জুরোক্রান্ত শিবানীর ঝিমঃ চিত্ত, সহসা যে যাদুকরের স্থিতহাস্যমণ্ডিত জ্যোতিৰ্ম্মর আলোকে নবীন জগতের হরিৎ শোভাযুক্ত নূতন দৃশ্বের মাঝখানে আবদ্ধ হুইয়া পড়িয়াছিল সেখানে জরামৃত্যুক্ষয় ও মিথ্যার .আক্রমণকে হঠাৎ সত্য বলিয়া গ্রহণ করিতে যেন কোনমতেই পারিতেছিল না। - তাই এই আসন্ন ঝড়ের মুখেও সে শান্ত সংযত অটল ভাবে বিপদকে মরীচিকার মুক্ত দিকপ্রান্তের অন্তরালে, “বিলীয়মান অসত্যরূপে ধরিয়া লইয়া চিত্তকে আশাপূর্ণ করিয়া রাখিতে সক্ষম হইয়াছিল। ' 變 রাত্রে রোগী যেন .একটু नॉरु ह्हेग्न! ঘুমাইতে লাগিল। রজনীনাথের , বিশ্বাসী কলিকাতা দুইজন ডাক্তার কদিনই সেখানে ভারতী । বৈশাখ, ১৩১৮ উপস্থিত, আজ আবার আর একজন সাহেব ডাক্তারকেও আনা হইয়াছিল, বিশেষ ভয়ের সময়টা কাটিলে যেন বঁাচা যায়। বসুমতী লেখানে জীবন্ম ত হইয়া আছেন, তাছাকে একটু ভাল বলিয়া সংবাদ দেওয়া হইয়াছিল, কিন্তু সে কথা ৰিশ্বাস করিতে না পারিয়া তিনিও বিপিনের সহিতই চলিয়া আসিবার জন্ত কান্নাকার্টি আরম্ভ করিয়াছিলেন । • যখন সে জাগিয়া উঠিল তখন জানালার চারধার দিয়া নীল পর্দার অন্তরাল হইতে প্রভাত স্বৰ্য্যের নবীন রশ্মি সশঙ্কিত রোগী গৃহে, শঙ্কাহীন নিৰ্ম্মল শুভ্রতম শিশুর অকুষ্ঠিত সরল হাস্তমণ্ডিত নেত্রপাতের মত দ্বিধাশূন্ত হইয়া চাহিয়া দেখিতেছিল । রাত্রের অন্ধকারে গতদিবসের কৰ্ম্মক্লাস্তি ও অবসাদের • কালিমাকে মিলাইয়া দিয়া স্নিগ্ধ সুন্দর প্রশান্ত প্রভাত । নবজাগ্রত জীববৃন্দকে নবীন শক্তি ও কৰ্ম্ম উদ্দীপনা দান করিয়া আবার কৰ্ম্মসংঘাঙের মাঝখানে নামাইয়া দিতে আম্বিয়াছে। এখনও সেখানে তৃষ্ণাঙ্গুধার :কান্তরক্ৰন্দন ও ঘাতপ্রতিঘাত্রে বিরোধ, উদ্বেষ্ট্রের তীব্র চীৎকার জাগ্রত হইয় উঠে নাই। জগৎ এখনও সদ্যোজাত শিশুর মতই নিৰ্ব্বিরোধী, বিদ্রোহ বিবাদের স্বচনার তখনও বিলম্ব ছিল। জগতের সমস্ত সঙ্কোচ, সমস্ত ভূলভ্রাস্তি, সমস্ত পাপতাপ প্রতিদিনই এমনি করিয়া বিগত ক্লোম ७ शश् नाए श्हेब्राहे.अश्मघ्नौभाग्बद्र शृष्ठ अक्ष्ण नि७ब्र मछ्हे (मथ cनञ्च । ‘पूर्ण भूशाख श्रे८ङ এই নিয়ম চলিয়া আসিতেছে। তবু যেন '.আজিকার প্রভাত নবীন অনিন্ম লই এই গৃহেই আজ প্রথম জাগিয়া উঠিল । শাস্তিকে জাগিতে দেখিয়া ডাক্তার