পাতা:ভারতী ১৩১৮.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫৯ বর্ষ প্রথম সংখ্য । “আই, বেচার ছেলে,” তখন জাকের বুক কঁপিয়া উঠিল । বেচারা ! ! সে বেচারী ! কেন ? কথাট। তাহার অস্তরের মাঝথানে ੀ। wঘ কালীর রেখা গভীরভাবে অঙ্কিত করিয়া 1网1 鲁 অধ্যক্ষ ঠিকই বুঝিয়াছিলেন । , এই মাদাম দে কাউন্তেস দে বারসি সত্যই এক ছদ্ম নাম ! এই রমণী মাদাম ধরে সি নষ্টে—ইদাও তাহার প্রক্কল নাম নয় ! কে তবে এই রমণী কি গভীর বড়ন্সের জাল এই রমণীর চারিধারে বিস্তারিত বহিয়াছে । কেহ তাহার পরিচয় জানে বিলাসিনী চরিত্রহীন এই রমণীর জুৰ্বেদ্য অতীত রহস্তের এ পর্য্যস্ত কেহ কোনরূপ একটা মীমাংসা করিতে পারে ' নষ্টি ! এক একটা লক্ষ্যভ্রষ্ট উল্কাপিণ্ড যেমন ম্বন্ধকারের মধ্যে সহস দীপ্ত ঔজ্জ্বল্যে প্ৰলিয়৷ পৃথিবীর অঙ্গে ঝরিয়া পড়ে, এ যেন গঙ্গাদেরষ্টমত সহসা পারি সছরের বুকের মধ্যে কোথা হুইতে ঠিক রাষ্টয়া કામાં পড়িয়াছে ! গাড়ীতে মতাপুত্রে অনেকক্ষণ কথা হুইল না । সহস৷ so, to কোন জ্যাক ডাকিল, 卷 t8è. ঈদ কছিল, “কেন, জ্যাক ?” "কথা কচ্ছন কেন,-তুমি ?” ঈদ কহিল, “জ্যাক, জ্যাক,-তোর জন্ত আমার কি কষ্ট, তা তুই জানিস না ! যেদিন থেকে তুই এসেছিল, সেদিন থেকে কি যাতনা, *iछि . आभि-ो” हेमा , मौर्ष निश्वान ফেলি! জ্যাকের মুখে বিধানে' কালে চপ্পল-মাতৃঋণ । ማለእ ছায় পড়িল—সে মুখ তুলিয়া কহিল, “আমি ত কিছু করিনি, মা ।” জগতে জ্যাক শুধু এক জনকে জানে, এক জনকে ভালবাসে -- সে এক জন অরি কেহই নহে, তাঙ্গার মা ! সেই মার মনে সে ব্যথা দিয়াছে ! জ্যাকের বুক যেন ফাটিয়া যাইতেছিল-সে ফুপায় কাদিয়া উঠিল! মাতার প্রাণ এ দুঃখে স্থির রহিল না । ইদ বলি, “ছিঃ, দুষ্ট, ছেলের মত কাদে কি ? আমি তোমায় ক্ষেপাচ্ছিলুম যে ! ছিঃ, চুপ কর--সোনা আমার, লক্ষ্মী আমার ! তোমাকে পেয়ে আমি বড় মুথে আছি! আর কে আমার আছে জ্যাক ? আমারই দোষ— তুমি কিছু জানে না-ফুলের মত মুন্দুব পবিত্ৰ তুমি !” 變 s S , জ্যাককে বুকের মধ্যে টানিও ইদ বার বার তাছার মুখে চুম্বন করিতে লাগিল । অত্যধিক আদরে জ্যাকের সকল কষ্ট, সকল দুঃখ, নিমেষে অদৃশু হইয়া গেল ! জ্যাক মার বুকে মুখ বাথিয়৷ আনন্দ-গদগদ স্বরে ডাকিল, “ম।—ম !” গাড়ী আসিয়া বাটীর দ্বারে লাগিল । দাসী কস্ত ছুটিয়া আসিল । জ্যাককে দেখিয়াই সে তীব্রম্বরে কহিল, "এ কি তুমি ফিরে এসেই! ভারী দুষ্ট, হচ্ছ, তুমি! পাহারাল দিয়ে তোমাকে • স্কুলে পাঠাতে হবে। আর মাও ত কিছু বলবে না, থাtল আদর দেবে” । ইদ কহিল, "না, না র্কস্ত", ওর দোষ নেই। তার ওকে নিলে না, বুঝতে পচ্ছি কথাটা । এতদূর অপমান করতে স্পৰ্দ্ধা হল তাদের * * ইদার চোখ জলে ভরিয়া আসিল ।