পাতা:ভূকম্প.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 22 | তখনই ভূমিকম্প হয়। এ মতটা সম্পূর্ণ অপ্রামাণিক। একটি বিশেষ বৈদ্যুতিক বা ঐশ্বরিক শক্তি ভিন্ন স্বভীষণ ভূকম্প হইতেই পারে না। অল্পদিন হইল, কোয়েটায় ভীষণ ভূকম্প হইয়াছিল, তাহাতে প্রায় ৫০ ০০ ০ হাজার লোক মারা যায়। উপরিস্থিত অট্টালিকাসকল ধ্বংসস্তুপে পরিণত হয়। একটি বড় সহর ও তৎসন্নিহিত স্থান একেবারে বিনষ্ট হইয়া গিয়াছে । অব্যক্ত হৰ্ত্তাকিরণদ্বারা অনুপ্রাণিত বিদ্যুৎশক্তির সংযোগে ও আকর্ষণে সূৰ্য্য হইতে আগত পৃথিবীর নিম্নস্থিত ধাতুস্রাবাদি উপরে উঠিতে চেষ্টা করে তাই ভূকম্প হয়। ভূকম্পের অন্য কোন কারণ নাই। এই অদৃষ্ট হৰ্ত্তা কিরণই জীবধ্বংস ও পৃথিবীধ্বংসের কারণ। এই হৰ্ত্ত কিরণ আণবিক শক্তিময় সহজাত বিদ্যুতের প্রভাবেই এই সকল ভীষণ কাৰ্য্য করিয়া থাকে। বিদ্যুৎ, সূৰ্য্য ও সূৰ্য্যকিরণ যে একই তেজোময় পদার্থ পূর্বেই বলা হইয়াছে। প্রলয়কালে সকল পদার্থ ধ্বংস প্রাপ্ত বা লীন হইয়া গেলে প্রত্যেক বস্তুর পরমাণু প্রথমে বাষ্পময়-অন্ধকারে ছিল। পরে ঐ পরমাণু সকল ব্রহ্মতেজে উদ্দীপ্ত হইয়া ক্ষুদ্র ক্ষুদ্র তেজঃ (ইলেক্ট্রণ)-ব্রহ্মরূপে প্রকাশ পাইল । সেই ক্ষুদ্র তেজঃসমষ্টিময় সূৰ্য্য ব্রহ্ম, এবং উহা হইতেই গ্ৰহাদি আবিভূত। অনেক ক্ষুদ্র তেজঃ একীভূত না হইয়া অব্যক্ত ইলেক্ট্রণ বা বিছাতের আদিকারণরূপে পৃথিবী, অন্তরীক্ষ, স্বর্গ ( অর্থাৎ ভুভুবশ্বে: ) সকল স্থান ব্যাপ্ত হইয়া রহিল। এক্ষণে গায়ত্রী মন্ত্রদ্বারা এসকল বিষয় সুমীমাংসিত হইবে।—ওঁ ভূভুবন্ধঃ তৎ