পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yest .প্রস্থে আশী ক্রোশ। ১৫৭২ শীলে এই সাতটা মণ্ডল স্লেনের অধিকারহইতে ভিন্ন হইয়াছে ৷ সেই জন্যে স্লেনের রাজা তাহীদের সঙ্গে অনেক কাল যুদ্ধ বিগ্ৰহ করিয়াছিলেন, কিন্তু বিস্তর চেষ্টায় আয়ত্ত করিতে পারেন নাই, অতএব সে একটা স্বতন্ত্র রাজ্য হইয়া থাকিল এক বাণিজ্য ব্যবসায়েতে ইউরপের মধ্যে তথাকরি লোকেরণ ও গণ্যগণনার মধ্যে এখন একটা প্রধান হইয়াছে । এই নেদলণ্ডের উত্তরে ও পশ্চিমে আট্রন্টিক সাগরের এক প্রদেশ আছে, এবং পূৰ্বেতে জন্মাণি দেশ ও দক্ষিণে ফুসীস্ দেশ আছে । আসিয়ার অন্তঃপাতি সুমাত্রা যাব ও আম্বায়ন এই তিনটা উপদ্বীপ ঐ হলাণ্ডীয়েদের অধিকারে আছে । ঐ সপ্ত মণ্ডলের মধ্যে দরিদ্র সন্তানদের বিদ্যা শিখাইবার জন্যে এখন বিস্তুর উপায় হইয়াছে, এব• ক্রমেং অন্য দশ মণ্ডলেতে বুঝি হইতে পরিবে । ঐ সপ্ত মণ্ডলের লোকসংখ্য! আটাইশ লক্ষ, আর দশ মণ্ডলের লোকসংখ্য উনিশ লক্ষ, সমুদায়ে দুয়েতে মিলিয়া সাত্ত চল্লিশ লক্ষ লোক লেদলণ্ডে আছে । নি। লেদলণ্ডের কোনং নগর প্রধান ? প। তবে শুন, আমুস্তেদাম নামে নগর সপ্ত মণ্ডলের মধ্যে প্রধান, সেখানে লোক আছে দুই লক্ষ। আর লৈদেন নামে একটা শহর আছে, সেখানে পঞ্চাশ হাজার লোক ও এক মহাবিদ্যালয় অাছে। অার রোতেদাম নাম নগরেতে পঞ্চাশ হাজার লোক আছে। cश*ां मjभ পৰ্ব কালের এক থান ক্ষুত্র গ্রাম ছিল, কিন্তু সে এখন রাজধানী হইয়াছে ; সেখানে ছত্রিশ হাজার লোক আছে t*