পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

గిని ৩ পাঠ । আফ্রিকার বিবরণ। নিত্যানন্দ। ওহে ভাই, এইক্ষণে আফুিক নামে যে পৃথিবীর আর একটা ভাগ আছে তাহার বৃত্তান্ত কিছু বল, শুনি। পরমানন্দ। তবে বলি, শুন । ঐ আফুিক দেশহিন্দুস্থানের দক্ষিণ পশ্চিম কোণে । এ দেশ ইউরপ অপেক্ষায় দীর্ঘ প্রন্থে বড়, কিন্তু পৃথিবীর অন্য তিনভাগহইতে এ ভাগেতে লোক অল্প; আর সভাতাতে এবং বিদ্যাতেও এ ভাগের লোকের থাট। এই আফুিকাতে আড়াই কোটি লোকের অধিক নাই। ইহার পূর্ব সীমায় শূফ সমুদ্র ও ভারত সাগর, আর দক্ষিণ সীমাতেও ভারত সাগর, બર পশ্চিমেতে আটান্টিক সাগর, আর উত্তর ভাগেতে পৃথিবীর মধ্যস্থ সমুদ্র । ঐ সমূত্রের ব্যবধানেতে এ দেশ ইউরপের সঙ্গে ভিন্ন, কিন্তু উত্তর পূর্ব কোণেতে আসিয়ার সঙ্গে মিলন আছে। এ দেশ দীঘেঁতে চারি হাজার দুই শত ক্রোশ, এবং প্রন্থেও তাহারি সমান। আসল আফুিকার লোকদিগকে কাফুি বলে, মোট ওষ্ঠ আর চাচর চুল দেখিয়া তাহাদিগকে চেনা যায় ; ইহাদের বাসস্থান দেশের মধ্যখানে ও দক্ষিণাংশে । এবং ঐ দেশে আরো এক প্রকার লোক আছে, তাহারা আরবের বশ । তাহাদের বাসস্থান দেশের উত্তর ভাগে ও উত্তর পূর্বভাগে ও পশ্চিম ভাগে, সেই উত্তর ভাগের লোকের প্রায় মহম্মদের মতে চলে। তাহার মধ্যে থৰ্বশী নামে একটা জাতি আছে, তাহারাই কেৱল খ্ৰীষ্টিয়ান। সে দেশের উত্তর ভাগে ও মধ্য ভাগে অতিশয় গ্রীয়, কেবল দক্ষিণ ভাগে অল্প শীত বোধ হয়। এব• আসিয়া দেশে যেমন মধ্যেই এক জাই নদী আছে এদেশে তেমন নাই। নদীর মধ্যে সে xেশে আছে নীলনদী।