পাতা:ভূগোল (অক্ষয়কুমার দত্ত).djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oላ २ अथrझ । পৃথিবীতে ভূমি এবং জল আছে। ভূমি এৰণ জল বিভাগ করিতে হইলে দুই ভাগ জল এব^ এক ভাগ ভূমি হয়। - আকৃতি বিশেষে ভূমির নানাপ্রকার নাম হয় যথা । অতি বৃহৎ ভূমিখণ্ডকে মহাদ্বীপ কহ যায়। চতুৰ্দ্দিক জলদ্বার বেষ্টিত ক্ষুদ্র ভূমিখণ্ডকে উপদ্বীপ কহাযায় } পরস্পর নিকট উপদ্বীপ সমূহকে বহুদ্বীপ কহাযায় প্রায় সমূদ্রদ্বার বেষ্টিত যে ভূমি তাহাকে প্রায়ে৷ দ্বীপ কহ। যায় । যে ভূমি সমুদ্রের অধিক দূর পর্যন্ত স্থাপিত আছে তাহার শেষভাগকে অন্তরীপ কহ যায় । দুই বৃহৎ ভূমিখণ্ড সংযোগ বিশিষ্ট ষে অন্প পরি সর ভূমি তুাহাকে ডমরুমধ্য কহ যায়। অতি উচ্চ প্রস্তর রচিত ভূমিকে,পৰ্ব্বত কহ যায়। . যে পৰ্ব্বতে অগ্নির উৎপত্তি, তাহাঁকে অনলাধার পৰ্ব্বত কহ। যাম । মহাদ্বীপাদি হইতে বহির্গত এবং অন্তরীপের মধ্য বৰ্ত্তি যে ভূমিখণ্ড তাঁহাকে অন্তরাল কছা যায়। যে ভূমিখণ্ডে অনেক নগর ও বিশেষ আচার ব্যব স্থার বিশিষ্ট জনসমূহের রসতি আছে তাহাকে দেশ कङ् बान्न ।