পাতা:ভূগোল (অক্ষয়কুমার দত্ত).djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S সাগরের নিকট বহুলদীর যোগ হইলে তাহাকে বহুমুখী কহ যায় । নদী হইতে নিৰ্গত হইয়। যে জল বেগদ্বারা গমন করে তাহাকে শাখানদী কুহ যায় । ~-- মহাসাগরের যে অণশ প্রায় ভূমিদ্বার বেষ্টিত তাহাকে কোল কহ যায় । সাগর বা মহাসাগরের জল যে স্থানে অত্যন্ত ঘূর্ণায় আন হয় সেই স্থানকে আবৰ্ত্ত কহ। যায় । স্থলের বিবরণ a পৃথিবীর মধ্যে দুই মহাদ্বীপ আছে যথা পুরাতন মহাদ্বীপ এব দূতন মহাদ্বীপ উক্ত দুই মহাদ্বীপ পুৱাতন এব৯ নূতন নামে খ্যাত হইবার কারণ এই ষে পুরাতন মহাদ্বীপস্থলোকের অপর মহাদ্বীপের স্থিতি বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ ছিল, পরে ইণরাজি ১৪৯২ সালে কেলম্বস নামক নবিক কতৃক আমেরিকাখগু প্রকাশ হইয়৷ নুতুন মহাদ্বীপ নামে খ্যাত হইল । মহাদ্বীপ দ্বয় নিজ২ দ্বীপ সাগরাদির সহিত চারি খণ্ডে বিভক্ত যথা আসিয়া, ইউরোপ, আফুিক এব^ আমেরিক । জাসিয়া ইউরোপ এবং আফ্রিকার নাম পুরাতন মুহাদ্বীপ এবং আমেরিকার নাম নুতন মহাদ্বীপ । । -