পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ। மை ) க স্বজাতিপ্ৰেম-জাতীয় সম্মানরক্ষা ও জাতীয় গৌরববৰ্দ্ধনেচ্ছা। ১৮৬১ খ্ৰীষ্টাব্দে নীলদর্পণের মোকদ্দমা ও লঙের বিচারের বিষয় প্রসঙ্গক্রমে উল্লিখিত হইয়াছে । এই মোকদ্দমার কয়েকখানি ইতিহাস সম্প্রতি প্রকাশিত ... হইয়াছে, & এবং এই প্রবন্ধে তাহার বিস্তৃত বিবরণ নিম্প্রয়োজন। ইংলিশম্যান ও হরকরা’ পত্রদ্বয়ের স্বত্বাধিকারদিগের এবং নীলকরগণের মানহানি করার অপরাধে লঙ দোষী সাব্যস্ত হন এবং এক মাস কারাদণ্ড ও এক সহস্র মুদ্র অর্থদণ্ডে দণ্ডিত হন। মহাত্মা কালীপ্রসন্ন তৎক্ষণাৎ বিচারালয়ে ঐ অর্থদণ্ড প্রদান করেন । কালীপ্রসল্পের ন্যায় ধনবান ব্যক্তির পক্ষে এই দান অকিঞ্চিৎকর হইতে পারে ; কিন্তু এই সৎকার্ঘ্যের অন্তরালে যে কোমল পরদুঃখকাতর হৃদয় বিদেশীর সহিত সমবেদনায় ব্যথিত হইয়াছিল, যে স্বদেশপ্রেমিকের হৃদয় ইংরাজ

  • সন ১৩০৮ সালের সাহিত্যে’ যুক্ত দেবেন্ত্রপ্রসাদ ঘোষ মহাশয়ের

‘বঙ্গে নীল’ নামক সুলিখিত প্রবন্ধ ইংরাজীতে অনভিজ্ঞ পাঠক পাঠিকাগণকে পাঠ করিতে অম্বরোধ করি।