পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

so ৰহাত্মা কালীপ্রসন্ন সিংহ । هم « مه «.w.sv** يwه په ٫ কর্তৃপক্ষের ভ্ৰকুটরাশি উপেক্ষা করিয়া দেশের প্রকৃত উপকারকের প্রতি কৃতজ্ঞতা-প্রকাশে উষ্ঠত হইয়াছিল, যে তীক্ষু দেশাত্মবুদ্ধিচালিত হৃদয় এই আদর্শ সৎকর্মের দ্বারা সমগ্র জাতির সম্মানরক্ষার জন্য অগ্রসর হইয়াছিল, সে হৃদয়ের মহত্ত্বের আলোচনা করিলে এখনও আমাদিগের হৃদয়ে অভূতপূর্ব ভাবের সঞ্চার হয়। আমরা পূর্বেই বলিয়াছি, কালীপ্রসরের চরিত্রের প্রধান গুণ,—গভীর স্বদেশ-প্রেম ও স্বজাতি-প্রীতি। মিষ্টার লঙের অর্থদণ্ড প্রদান ইহার অন্যতম দৃষ্টান্ত মাত্র। এই স্থলে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হইবে না যে, ১৮৬২ খৃষ্টাব্দে রেভারেণ্ড লঙের ভারতপরিত্যাগকালে কালীপ্রসন্ন সিংহ বিচ্চোৎসাহিনী সভা হইতে র্তাহাকে একখানি সুন্দর অভিনন্দনপত্র প্রদান করিয়া আমাদিগের দেশের সম্মান বদ্ধিত্ত করিয়াছিলেন ; দুঃখের বিষয়, এই দুষ্প্রাপ্য অভিনন্দনপত্রখানি । উদ্ধৃত করিয়া পাঠকগণের কৌতুহল-নিবারণ এক্ষণে অসম্ভব হইয়াছে । “The Biddotshahinee Sabha headed by Babu Kali Prossunno Sing presented an excellent valedictory Address to the Rev. James Long on the day of his departure. The address does honour to those from whom it emanated.” -Hindoo Patriot, 3rd March 1862. নাল-বিপ্লবের অন্যতম ঐতিহাসিক, নীলদর্পণ-প্রণেতার তৃতীয় পুত্র, ঐযুক্ত ললিতচন্দ্র মিত্র মহাশয়ের নিকট শুনিয়াছি যে, লঙের বিচারকালে দীনবন্ধু বাবুও অভিযুক্ত হইবেন, এইরূপ