পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কিন্তু কালীপ্রসম্নের উপদেশমত পত্রখনির উন্নতিবিধান করা প্রবর্তকদ্বয়ের সাধ্যাতীত ছিল। সুতরাং যিনি সাধারণের উপকারার্থ চিরকাল ক্ষতি স্বীকার করিয়া আসিতেছিলেন, সেই কালীপ্রসন্ন সিংহকেই এই পত্রের পরিচালন ভার গ্রহণ করিতে হয়। কালীপ্রসন্নের সম্পাদকত্বীকালে এই পত্রের যথেষ্ট উন্নতি সাধিত হয় । মহেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিরচিত “বঙ্গভাষার ইতিহাস” নামক গ্রন্থে এই পত্রের ইতিহাস এইরূপে লিপিবদ্ধ হইয়াছে ঃ— “ঐ বৎসরে (১২৬৭ সালে ) পরিদর্শক পত্র প্রচার হয়। পণ্ডিতবর জগন্মোহন তর্কালঙ্কার ও মদনগোপাল গোস্বামী ইহার প্রথম স্বঃি করেন। ১২৬৯ সালের ১লা অগ্রহায়ণ হইতে মৃত বাবু কালীপ্রসন্ন সিংহ মহোদয় উহার সম্পাদকত্ব গ্রহণ করিয়াছিলেন। এই সময়ে পরিদর্শক দীর্ঘ কলেবর ধারণ করে। শ্ৰীযুক্ত জগন্মোহন তর্কালঙ্কার ও ত্রযুক্ত বাবু ভুবনচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় এই পত্রের সহকারী ছিলেন ।” বোধ হয়, এই পত্রকে লক্ষ্য করিয়াই ৬/কৃষ্ণদাস পাল লিখিয়াছিলেন – “He also started a first class vernacular daily newspaper, the like of which we have not yet seen.” ১৮৬২ খ্ৰীষ্টাব্দে ‘হুতোম প্যাচার নক্স ১ম ভাগ প্রকাশিত হয়। কিছুদিন পরে উহার দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়। যাহার কালীপ্রসন্নের অন্য কোনও রচনা পাঠ করেন নাই, এবং তৎসম্পাদিত মহাভারত ছতোম প্যাচার নক্সা।