পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । 3&b

থাকেন, প্রার্থনার প্রত্যাশাস্বরূপ সংসারসোপানে পদার্পণোষ্ঠত একমাত্র প্রিয়সন্তান বিয়োগে যতদূর দুঃখ প্রাপ্ত হইবেন ; হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের অকাল মৃত্যুতে আপনাদিগের ততোধিক দুঃখ বিবেচনা করা কর্তব্য ! ঋণভারগ্রস্ত হতভাগ্য বণিক যদি সর্বস্ব বিনিময়ে বাণিজ্যদ্রব্য সহিত অর্ণবপোতমধ্যে জলধিজলে মগ্ন হয়, যদি বহু পরিবার সম্পন্ন গৃহীর ভরণ-পোষণের একমাত্র উপায়বৃত্তি বিহীন হয়, তাহা হইলে তাহারা যত ক্ষতি স্বীকার না করে, বাঙ্গালি-সমাজ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যুতে তদপেক্ষা অধিক ক্ষতি স্বীকার করিবেন । তিনি বাঙ্গালি-সমাজের অলঙ্কার ছিলেন ; বঙ্গদেশ তাহা হইতে যত প্রত্যাশা করিতেন, সিপাহিরক্ষিত ঐশ্বৰ্য্যমত্ত ধনিদ্বারে তত প্রত্যাশ করেন নাই ! তিনি অন্ধতমসাচ্ছন্ন হিরণ্যখনির একমাত্র দীপশিখাস্বরূপ সুকোমল বনলতার সুবর্ণপুষ্প স্বরূপে বাঙ্গালি-সমাজের শোভাসম্পাদন করিয়াছিলেন। আজিও সে দুনিমিত্ত সমুহরুপে রহিত হয় নাই ; এখনও হতভাগ্য প্রজাবৰ্গ নীলকর হৃতসম্পত্তি হইয়া চতুর্দশ পুরুষাধিকৃত স্বথসংসার পরিহারপূর্বক দীনবেশে ভ্রমণ করিতেছে ;-ভয়ানক আত্মহত্য,—ঘূণাবহ বলাৎকার আজিও রহিত হয় নাই ; কিন্তু তন্নিবারণের সোপান কে আবিষ্কৃত করিল ? কেবল সেই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের একমাত্র লেখনী গুণে সদয়হৃদয় রাজপুরুষের করুণ রসপরবশ হইয়া নীলকরদিগের ভয়ানক অত্যাচার নিবারণার্থ কমিটি নিযুক্ত করিলেন, তৎকর্তৃক তত্ত্বানুসন্ধানে কত অত্যাচার তোমাদিগের শ্রুতিগোচর হইয়াছে, তাহার সংখ্যা করা যায় না।