পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 |ο আদর। ইহা রাজনীতিক্ষেত্রে আত্মপ্রকাশ করিয়াছিল। ফল—ইংরাজী ধরণে রাজনীতিক আন্দোলন ও অধিকার লাভের চেষ্টা, সংবাদপত্রের প্রবর্তন ও কংগ্রেস-কনফারেন্সের প্রতিষ্ঠা । ইহা সমাজ-সংস্কারে আত্মপ্রকাশ করিয়াছিল। ফল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রভৃতির সমাজসংস্কারচেষ্টা। ইহা লোকশিক্ষার চেষ্টায় আত্মপ্রকাশ করিরছিল। ফল—“তত্ত্ববোধিনী পত্রিক’ ‘বিবিধার্থসংগ্রহ’ প্রভৃতির প্রচার। ইহা বাঙ্গালীর প্রত্নতত্ত্বাকুশীলন প্রদীপ্ত করিয়াছিল। ফল— রাজেন্দ্রলাল মিত্রের উড়িষ্যা’ ও ‘বুদ্ধগয়া'। ইহা বাঙ্গালীকে ইতিহাসক্ষেত্রে অনুসন্ধানোৎসুক করিয়াছিল। ফল--রাজেন্দ্রলাল মিত্রের ও রাজকৃষ্ণ মুখোপাধ্যায় প্রভৃতির ঐতিহাসিক রচনা—তাহাই বর্তমান সময়ের ঐতিহাসিক রচনার পথিপ্রদর্শক । ইহা বিজ্ঞানক্ষেত্রে আত্মপ্রকাশ করিয়াছিল। ফল ফলিতে বিলম্ব হইয়াছে ; কিন্তু যে ফল ফলিতেছে তাহ আশাতীত। ইহা নূতন আদর্শগঠনে আত্মনিয়োগ করিয়াছিল। ফল—বিবেকানন্দের বিষাণে নূতন কৰ্ম্মক্ষেত্রে আহবান ; রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা। ইহা ভাষাগঠনে আত্মপ্রকাশ করিয়াছিল। ফল—যে বাঙ্গালাভাষা আজ আনন্দে উচ্ছসিত, দুঃখে বিগলিত, বিষাদে বিকুঞ্চিত, লজ্জায় বিকুষ্ঠিত, দ্বিধায় বিচলিত, ঘৃণায় সঙ্কুচিত, হর্ষে উদ্বেলিত, করুণায় বিগলিত হয় সেই বাঙ্গালাভাষা ; আর যে সাহিত্য আজ দেশবিদেশে সমাদৃত সেই মধুসূদন বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথের রচনাসমৃদ্ধ বাঙ্গালা সাহিত্য। এই শেষোক্ত কার্য্যে র্যাহারা অগ্রণী কালীপ্রসন্ন সিংহ তাহাদিগের অন্যতম। মহাভারতের বঙ্গানুবাদ তাহার কীৰ্ত্তিস্তস্ত। ইংরাজী সাহিত্যের ফরাসী ঐতিহাসিক বিজ্ঞবর টেন বলিয়াছেন, যাহারা অর্থাৎ যে পাঠকসম্প্রদায় সাহিত্যের জন্য অর্থব্যয় করে, সাহিত্য শেষে