(সংবাদ প্রভাকর, ২৯শে মাখ ১২৬২ সাল ; ইং ১লা ফিব্রুয়ারী ১৮৪৬ ) “৭ মাম্ব শনিবার যামিনী ৭ ঘণ্টার সময়ে বিদ্যোৎসাহিনী সভ্যতার সাক্ষৎসরিক সভা নিৰ্ব্বাহিত হইয়াছে, এই সভা দ্বার দেশের যে কত হিতসাধন হুইবেক তাহা বলা যায় না। এই সভার বয়ঃক্রম এক বৎসর হইল ইহার মধ্যে দেশের অনেক কুপ্রথা পরিবর্তিত হইয়াছে, তাহার সন্দেহ নাই, প্রথমতঃ ইতিপূর্বে এই কলিকাতা নগরে একটিও বাঙ্গাল সভা ছিল না, ঐযুত বাৰু কালীপ্রসন্ন সিংহ মহাশয় বিদ্যোৎ । সাহিনী সভা প্রতিষ্ঠা করিবাতে অধুনা অনেক ভদ্রসন্তানেরা আপনাপন বাটীতে এক এক বাঙ্গাল সভা প্রতিষ্ঠা করিয়াছেন, কেহ বা সাপক্ষে কেহ বা বিপক্ষে ও কেহ বা এই দৃষ্টান্তদৃষ্টে যদ্যপি তাহার ঈর্ধবৃত্তির বশীভূত হইয়া এই মঙ্গলকর পথের পথিক হয়েন তাহা হইলেও তাহারদিগকে নিন্দ করা যায় না, কারণ এ বিষয়ে জিগীষা প্রবৃত্তি ন হইলে কখন উৎসাহ চিরস্থায়ী হয় না। আমরা দেশীয় সকল ব্যক্তিকে এই পরামর্শ প্রদান করি যে ঐযুক্ত বাৰু কালীপ্রসন্ন সিংহের দৃষ্টাস্তের অনুগামি হউন, তাহা হইলে বোধ করি অত্যন্ত্রকাল মধ্যে দেশস্থ তাবতেই সভ্যতাসোপানে পদার্পণ করিতে পরিবেক ” ইতি— ৯e, শুামবাজার স্ট্রীট, } শ্ৰীমন্মথনাথ ঘোষ। কলিকাতা, ১লা আশ্বিন, ১৩২২।
পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/৪২
অবয়ব