পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । SSASAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS -- প্যাচার নক্সা”য় কালীপ্রসন্ন তাহার স্বভাবসিদ্ধ সরলতা ও পরিহাস-রসিকতার সহিত তাহার বাল্যস্মৃতি এইরূপে লিপিবদ্ধ করিয়াছেন – "ছেলেবেলা থেকেই আমাদের বাঙ্গালা ভাষার উপর বিলক্ষণ ভক্তি ছিল, শেখবারও অনিচ্ছা ছিল না। আমরা পূর্বেই বলেছি যে, আমাদের বুড়ো ঠাকুরম ঘুমোবার পূর্বে নানাপ্রকার উপকথা কইতেন। কবিকঙ্কণ, কৃত্তিবাস ও কাশীরামের পয়ার আওড়াতেন। আমরাও সেইগুলি মুখস্থ করে স্কুলে, বাড়ীতে ও মার কাছে আওড়াতেম—ম শুনে বড় খুলী হতেন ও কখন কখন আমাদের উৎসাহ দেবার জন্যে ফি পয়ার পিছু একটা করে সন্দেশ প্রাইজ দিতেন; অধিক মিষ্টি খেলে তোৎলা হতে হয়, ছেলে বেলা আমাদের এ সংস্কার ছিল; সুতরাং কিছু আমরা আপনার খেতুম, কিছু কাগ ও পায়রাদের জন্তে ছাদে ছড়িয়ে দিতুম ! আর আমাদের মুঙ্কুরী বলে দিবি একটা শাদ বেড়াল ছিল ( আহা ! কাল সকালে সেট মরে গ্যাছে—বাচ্চাও নাই ) বাকী সে প্রসাদ পেতো। সংস্কৃত শেখাবার জন্যে আমাদের একজন পণ্ডিত ছিলেন, তিনি আমাদের লেখা পড়া শেখাবার জন্যে বড় পরিশ্রম কত্তেন। ক্রমে আমরা চার বছরে মুগ্ধবোধ পার হলেম, মাঘের দুই পাত ও রঘুর তিন পাত পড়েই আমাদের জ্যাঠামোর সূত্র হলো ; টিক ফোট ও রাঙ্গা বনাতওয়াল টুলো ভট্টাচাৰ্য্য দেখলেই তঙ্ক কর্তে যাই, ছোড়াগোচের ঐ বাল্যস্মৃতি ।