পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

हिडौम्न श्रृंब्रिष्कृफ़् । ^{ রকম বেয়াড় বেশ দেখতে পেলেই তঙ্কে হারিয়ে টিকী কেটে নিই; কাগজে প্রস্তাব লিখি—পয়ার লিখতে চেষ্টা করি ও অন্তের লেখা প্রস্তাব থেকে চুরী করে আপনার বলে অহঙ্কার করি—সংস্কৃত কলেজ থেকে দূরে থেকেও ক্রমে আমরাও ঠিক একজন সংস্কৃত কলেজের ছোকরা হয়ে পড়লেম; গৌরবলাভেচ্ছা হিন্দুকুশ ও হিমালয় পৰ্ব্বত থেকেও উচু হয়ে উঠলো—কখন বোধ হতে লাগলো, কিছুদিনের মধ্যে আমরা দ্বিতীয় কালিদাস হবে ; (ওঃ শ্ৰীবিষ্ণু কালিদাস বড় লম্পট ছিলেন) তা হওয় হবে না। তবে ব্রিটনের বিখ্যাত পণ্ডিত জনসন ? ( তিনি বড় গরিবের ছেলে ছিলেন, সেটা বড় অসঙ্গত হয় )। রামমোহন রায় ? হা একদিন রামমোহন রায় হওয়া যায়—কিন্তু বিলেতে মত্তে পারবো না । “ক্রমে কি উপায়ে আমাদের পাঁচ জনে চিন্‌বে, সেই চেষ্টাই বলবতী হলো ; তারি সার্থকতার জন্য আমরা বিদ্যোৎসাহী সাজলেম—গ্রন্থকার হয়ে পড়লেম—সম্পাদক হতে ইচ্ছা হলো—সভা কল্লেম—ব্রাহ্ম হলেম—তত্ত্ববোধিনী সভায় যাই— বিধবা বিয়ের দলাদলি করি—ও দেবেন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয়কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রভৃতি বিখ্যাত দলের লোকেদের উপাসনা করি—আন্তরিক ইচ্ছে যে, লোকে জামুক যে, আমরাও ঐ দলের একজন ছোটখাট কেষ্ট বিষ্টর মধ্যে ।” *. এই বাল্যস্মৃতি পাঠ করিবার সময়ে পাঠকগণকে স্মরণ