পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( >82 ) তদ্বিরুদ্ধে অভিযোগ উপস্থিত করে । অল্পকালমধ্যেই মুরশিদাবাদ হইতে রামদাস আহত হন এবং তিনি তদনুসারে তথায় উপস্থিত হইয়। প্রচলিত রীতি অনুসারে নিবাইস মহম্মদকে দক্ষিণ করে অভিবাদন করেন । অতঃপর ঢাকার অধিবাসিবর্গের অভিযোগ সম্বন্ধে তাহার কি বক্তব্য আছে জিজ্ঞাসিভ হইলে তিনি তৎসম্বন্ধে বলিলেন, “আমার এই দক্ষিণ কর জগদীশ্বর ও জাহাপনার সেবার নিমিত্ত উৎসর্গ করিয়াছি, এই হস্তে আমার কোন অধিকার নাই । বাম কল্পের উপর আমার অধিকার এইক্ষণ পর্যন্তও বিদ্যমান আছে, মুতরাং তন্দ্বারা আমি জনসাধারণের অভিবাদন গ্রহণ করিয়া আসিতেছি। মিবাইস সুচতুর যুদ্ধকের এই উত্তর শ্রবণ করিয়া এতদূর প্রীত হইলেন যে, অবিলম্বে র্তাহাকে ক্ষমা করিয়া উপবেশন করিবার নিমিত্ত আসন প্রদান করিলেন (১) । এই সময় পুত্রের অমঙ্গল আশঙ্কা করিয়া রাজবল্লভ (১) বাম করে অভিবাদন করিয় রামকিঙ্কর সেন নামক জনৈক হিন্দু কর্মচারী মুরশিদ কুলীৰ্থ কর্তৃক কিরুপ বিপন্ন হইয়াছিলেন, তাহা রিয়াজু সেলাতিনে বর্ণিত আছে । হুগলির ফৌজদারি দিল্লীশ্বরের প্রত্যক্ষাধীন ছিল । মুরশিদকুলীখার নবাবী আমলের প্রথমভাগে জেঙদিন নামক এক ফৌজদার ঐ প্রদেশের শাসনকাৰ্য্য নির্বাহ করিতেন । রামকিঙ্কর সেন জেওদিনের পেস্কার ছিলেন। মুরশিদকুলীখার চেষ্টায় হুগলি তাহার নেজামতের অন্তভূর্ত হইলে, জেওদিন কাৰ্য্য হইতে অপস্থত হল এবং আলিবেগ নামক জনৈক লোক সেই পদ লাভ করেন । অতঃপর জেওদিন রামকিঙ্কর সেনকে সঙ্গে লইয়া দিল্লিতে গমন করেন এবং অল্পকাল মধ্যেই কালগ্রাসে পতিত হন। প্রভূর লোকান্তর গমনের পর রামকিঙ্কর এ দেশে প্রত্যাবুত্ত হইয়। মুরশিদকুলীৰ্থার দরবারে আগমন করেন এবং ঠাহাকে দক্ষিণকরে অভিবাদন ন৷ করিয়া বাম করে অভিবাদন করেন। মুরশিদকুলীখ। এই অদৃষ্টপূৰ্ব্ব ব্যৰহারের কারণ জিজ্ঞাস করিলে রামকিঙ্কর প্রত্যুত্তরে বলেন যে, আমি দক্ষিণৰুরদ্বার দিল্লীশ্বরকে অভিবাদন করিয়াছি, অতএব ঐ হস্তে র্তাহার না এবকে অভিবাদন করিলে দিল্লীশ্বরের অবমাননা হইবে । কুটিল বুদ্ধি মুরশিদকুলীৰ্থ৷ কবলগত করিবার অভিপ্রায়ে ঐ হিন্দুকে নেজামতের এক কাৰ্য্য প্রদান করেন এবং অচিরে নিকাশের ছলে তাছাকে লৌহপিঞ্জরে আবদ্ধ করিয়া উহার জীবন অনাহারে সংস্থার করেন ।