পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৬৩ ) আলিবর্দীর জীবন-প্রদীপ নিৰ্ব্বাপিত হইলেই, ঘেসেটি বিীর দশ সহস্ৰ সৈন্য মুচতুর রাজবল্লভের পরামর্শে পরিচালিত হইয়া বাঙ্গালার সিংহাসন অধিকার করিবে। ইতিপূৰ্ব্বে ইংরেজদিগের সহিত রাজবল্লভের যে কয় বার সংঘর্ষ উপস্থিত হইয়াছিল, তাeাতে তাহার রাজবল্লভের দৃঢ়তা ও কৃতিত্বের সবিশেষ পরিচয় পাইয়াছিল । ১৭৪৯ খ্ৰীষ্টাব্দে হুগলী বন্দরস্থিত মুসলমান ও আরমাণী বণিকৃগণের পণ্যদ্রব্য বহন করিয়া এক বাণিজ্যপোত বঙ্গোপসাগরের মধ্য দিয়া যাইতেছিল, কোন ইংরেজ রণতরী ঐ জাহাজ আক্রমণ করিয়া সমস্ত পণ্যদ্রব্য লুণ্ঠন করে। এই সংবাদ আলিবর্দীর কর্ণগোচর হইলে, তিনি সমস্ত লুষ্ঠিত দ্রব্য প্রতাপণ করিবার নিমিত্ত কলিকাতা প্রেসিডেন্সির ইংরেজ অধ্যক্ষের প্রতি আদেশ প্রচার করেন । ইংরেজগণ ঐ আদেশ প্রতিপালন করিতে ইতস্ততঃ করিলে, তিনি ইংরেজ আড়ঙ্গের গোমস্তাকে কারারুদ্ধ করেন এবং যাহাতে ইংরেজের কোন বাণিজ্যনেীক স্বীয় অধিকারের মধ্য দিয়। যাইতে না পারে, তাহার উপায় অবলম্বন করিবার নিমিত্ত বিভিন্ন প্রদেশের শাসন কর্তৃগণের প্রতি আদেশ প্রদান করেন। এই সময় রাজবল্লভ ঢাকাবিভাগের দেওয়ানি ও নাওয়ার বিভাগের অধ্যক্ষপদে নিযুক্ত ছিলেন। তিনি চাকা প্রদেশস্থ সমস্ত ব্যবসায়ী হইতে মুচলিক গ্রহণ করিয়া, ঐ স্থলে সংস্থাপিত ইংরেজ কুঠীর সংশ্লিষ্ট যাবতীয় কৰ্ম্মচারীর রসদ ৰন্ধ করিয়া দেন এবং ঐ সমস্ত ব্যবসায়ীগণ ইংরেজের সহিত কোনরূপ সংশ্ৰব না রাখিতে পারে, তছন্দেহে ঢাকা হইতে বাখরগঞ্জ পর্য্যস্ত প্রত্যেক চৌকিতে লোক নিযুক্ত করেন (১)। অগত্যা ইংরেজগণ লুষ্ঠিত পণ্যদ্রব্যের ক্ষতিপূরণ করিতে বাধ্য হইয়াছিল। রাজবল্লভ ঢাকার শাসনকর্তৃত্ব লাভ করিষা, ১৭৫৪ খ্ৰীষ্টাব্দের প্রথমভাগে (5) Long's Unpublished Records of Government, from 1747 to 1763 page 17.–Consultation Dated the 23rd January 1749.