পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পানামী জোতস্বতীর যে শাখা ঢাকা ও ফরিদপুর জিলার অন্তর্গত বিক্রমপুর পরগণাকে দুই খণ্ডে বিভক্ত করিয়া কীৰ্ত্তিনাশা" নামে অভিহিত হইতেছে, যাহার ছদমনীয় লোতোবেগ, অত্যুত্তাল তরঙ্গমালা ও বিশাল আয়তন, জলপথগামী পথিক ও উপকুলবাসী মানবগণের হৃদয়ে সৰ্ব্বদা বিভীষিকা সঞ্চার করিতেছে, প্রায় ৩৬ বৎসর (১) পূৰ্ব্বে । তথায় রাজনগর নামে এক সমৃদ্ধ জনপদ বিদ্যমান ছিল। ক্ষুদ্র, বৃহৎ ; এবং বিচিত্র কারুকাৰ্যখচিত অট্টালিকা-বাহুল্যে পূৰ্ব্ববঙ্গের স্বৰু কোন স্থান ঃ পৰ্যন্ত উক্ত জনপদের সমকক্ষতা লাভ করিতে সমর্থ হয় नाई, রাজনগরের নানা স্থানে যে বহুসংখ্যক জলাশয় বিদ্যমান ছিল তাহার s মুশীতল বারিরাশি, জননী-দেবীর বক্ষোবিনিঃস্থত অমৃতধারার স্থায় । নিয়ত প্রান্ত পথিকবৃন্দের এবং অধিবাসি জনসাধারণের পরিতৃপ্তি সাধন । করিত। বঙ্গীয় হিন্দু সমাজের বিভিন্ন জাতি, ঐ জনপদের ভিন্ন ভিন্ন । অংশে শ্রেণীবদ্ধভাবে সন্নিবেশিত ছিল, এবং প্রত্যেক জাতির অধুষিত পল্লী সেই জাতির নামানুসারে আখ্যা প্রাপ্ত হইয়াছিল। প্রায় অধিকাংশ পল্লীতে এক কিংবা ততোধিক পাঠশাল, মক্তৰ অথবা চতুস্পষ্ট জব: স্থাপিত ছিল ; জনপদের উচ্চ শ্ৰেণীস্থ অধিবাসিগণ সেই সকল বিদ্যালয়ে প্রচলিত বাঙ্গাল, পারসিক কিংবা সংস্কৃতভাবা শিক্ষা করিতেন। কঙ্ক - (1) Hunter, Ştatistiçal Account of discoso.