পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৮২ ) কল্প ছিল । যৌবন মদমত্ত সিরাজ একদা ঐ রমণীর অসামান্ত রূপলাবণ্য সন্দর্শন করিয়া, তাহাকে বলপূৰ্ব্বক স্বকীয় অন্তঃপুরবাসিনী করিবার অভিপ্রায়ে রাণী ভবানীর আলয়ে সৈন্ত প্রেরণ করেন । রাণী ভবানী কৌশল অবলম্বন করিয়া তনয়ার সতীত্ব ও পবিত্র ব্রহ্মচর্য্যের মর্য্যাদা রক্ষা করিতে সক্ষম হইয়াছিলেন। সিংহাসনে আরোহণ করিয়াই সিরাজ মাতামহের অমূল্য উপদেশ সমূহ লঙ্ঘন করিয়া বাঙ্গালার প্রধান প্রধান রাজপুরুষগণের সহিত কলহে প্রবৃত্ত হইলেন । মীরজাফর কার্য্য হইতে অপস্থত হইলেন এবং ঢাকা নিবাসী মীরমদন নামক এক মুসলমান যুবক মীরজাফরের পদলাভ করিল। মোহনলাল নামক দ্বিতীয় যুবক সৰ্ব্বাধ্যক্ষ দেওয়ানের পদে উন্নীত হইলেন (১) । যে জগৎশেঠ মহাতাপচাদকে আলিবর্দী সৰ্ব্বদা সম্মানের চক্ষে নিরীক্ষণ করিতেন, সিরাজ একদা তাহার গণ্ডদেশে চপেটাঘাত করিয়া তাহাকে কারাগারে নিক্ষেপ করিলেন (২) । আলিবর্দীর আমলে যে সমস্ত হিন্দু কৰ্ম্মচারী প্রাধান্ত লাভ করিয়াছিলেন, সিরাজ সৰ্ব্বদা তাহাদিগকে “মুসলমানী” করার ভয় প্রদর্শন ও নানারূপে লাঞ্ছন। প্রদান করিয়া তাহাদের বিরাগ ভাজন হইলেন (৩) । এই সময় ঘেসেটি বিবী সিরাজের আদেশে কারারুদ্ধ ছিলেন । তিনি কারা-যন্ত্রণ সহ করিতে অক্ষম হইয়। সিরাজের বিরুদ্ধে দণ্ডায়মান (x) English Translation of Sair Motakharin, by Haji Mostapha, Vol. II. page 186-187. - (8) Secret Information from Woomichand-Consultation, dated the 5th September 1756–Long's Unpublished Records of Government for 1747-1767, page 77. (S) English Translation of Sair Motakharin, by Haji Mostapha, Vol. II. pages 188, 189-193. --

  • *